কানাডায় জাতীয় টিকাকরণের দায়িত্ব পেলেন ক্রিস্টা ব্রোডি

টরন্টো, মে ১৮:  কানাডায় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় টিকাকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ব্রিগেডিয়ার জেনারেল ক্রিস্টা ব্রোডিকে নতুন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করেছে, যিনি পূর্বতন মেজর জেনারেল ড্যানি ফোর্টিনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

জনস্বাস্থ্য কানাডার ওয়েবসাইটে প্রদর্শিত এই নতুন সহ-সভাপতির পরিচিতিতে বলা হয়েছে যে, তিনি কানাডার সেনা বাহিনীতে যোগ দেন ১৯৮৯ সালে এবং রয়্যাল রোডস মিলিটারি কলেজ থেকে একজন নিয়মিত কর্মকর্তার প্রশিক্ষণ গ্রহণ শেষেই উত্তীর্ণ হয়েছেন। তার সময়ে তিনি কানাডার সেনাবাহিনীতে একটি কোম্পাানি ও ব্যাটালিয়ন সমৃদ্ধ প্লাটুনের নেতৃত্বে ছিলেন। এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল ব্রোডি কানাডার জয়েন্ট অপারেশন কমান্ড গঠনেও নেতৃত্ব দেন। পাশাপাশি ন্যাটো ও জাতিসংঘের অধীনে ক্রোশিয়া, বসনিয়া ও আফগানিস্তানে ছিলেন। তিনি আকাশপথে রসদ সরবরাহের বিশেষত্ব অর্জনের ক্ষেত্রে আমেরিকার ৭৫তম রেঞ্জার রেজিমেন্ট ব্যাটালিয়নের সঙ্গে জাম্প উইংস কসরত করেছেন। তিনি বিবাহিত ও তিন সন্তানের জননী।

তার এই নিয়োগ সংক্রান্ত বিষয়টি গতকাল বিকেলেই ঘোষণা করা হয়, যখন কানাডার সেনাবাহিনী ও জাতীয় প্রতিরক্ষা দপ্তরের এক যৌথ বিবৃতিতে তদন্তের মুখে ড্যানি ফোর্টিনের পদস্খলনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তথ্য মতে, যৌনাচারগত এক ঐতিহাসিক অভিযোগের মুখে পড়েছেন ফোর্টিন, যেখানে ১৯৮৯ সালের অভিযোগও তার বিরুদ্ধে অর্ন্তভুক্ত। যদিও ফোর্টিন তার ডিফেন্স কাউন্সিলের আইনজীবি কমান্ডার মার্ক লেটুরনোর মাধ্যমে ‘পুরোপুরি’ সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

তবে ব্রোডি জনস্বাস্থ্য বিভাগে জাতীয় টিকাকরণের ক্ষেত্রে ২০২০ সালের নভেম্বর থেকে অপরাপর ৩০ জন সেনাকর্মকর্তার সঙ্গে ফোর্টিনের সঙ্গে ছিলেন, যেখানে কানাডার সেনাবাহিনীর অপারেশনাল প্ল্যানার, ফার্মাসিস্ট, স্বাস্থ্য প্রশাসক, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞরা একত্রে কাজ করেছেন। তথাপি জনস্বাস্থ্য দপ্তরের তথ্যানুসারে ব্রোডি এ বছরের ফেব্রুয়ারিতে কমান্ডার অব মিলিটারি পার্সোনেল জেনারেল গ্রুপ হয়ে সেনাবাহিনীতে ফিরে গেলেও ‘টিকাকরণের ক্ষেত্রে অসামান্য অবদান’ রেখেছেন।

এখন যখন আবার ব্রোডি অনুরূপ দায়িত্বে ফিরে এলেন, সেক্ষেত্রে টিকা সরবরাহ আগের তুলনায় সংখ্যাগতভাবে বিশাল মাত্রায় বিস্তৃত হয়েছে। এখন সপ্তাহে কানাডায় টিকার ডোজ সাড়ে ৪০ লাখে সম্প্রসারিত হয়েছে, যদিও বিরোধী সংসদ সদস্যরা এই বিস্তৃত টিকাকরণের বিষয়ে নতুন দায়িত্বপ্রাপ্তির উত্তরণটা কতোটা প্রভাব ফেলবে তারই প্রতীক্ষায় থাকবেন বলে জানিয়েছেন।

অবশ্য জনস্বাস্থ্য বিভাগের সভাপতি লেইন স্টুয়ার্ড ‘সুচারুভাবেই’ উত্তরণ ঘটবে সে ধরণের ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘টিকাকরণের ক্ষেত্রে কানাডার জনগোষ্ঠির দুর্ভাবনার কোনো কারণ নেই, কারণ অভিন্ন দৃষ্টিভঙ্গী নিয়েই জনস্বাস্থ্য দপ্তর টিকাকরণ অব্যাহত রাখবে।’