Bengali News Updates Politics World News

অ্যান্থনি ব্লিনকেন সমৃদ্ধিতর গণতন্ত্রের প্রতি গুরুত্বারোপ করেছেন

গত ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসি-তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের মাঝে যে বৈঠক হয়েছে, তাতে মুখপাত্র নেড প্রাইস একটি বিবৃতি দিয়েছেন। 

এতে বলা হয়েছে- আজ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে. ব্লিনকেন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন বৈঠকে মিলিত হয়েছেন।

তারা উভয়ে অর্ধ-শতাব্দীর উপরে বিদ্যমান অসাধারণ অর্থনৈতিক সম্ভাবনাপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে আমাদের সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেছেন, তন্মধ্যে উদ্দীপ্ত ফুলব্রাইট এক্সচেঞ্জের ভিত্তিতে মানুষে মানুষে বিকশিত সম্পর্ক ছিল অর্ন্তভৃুক্ত।

এছাড়াও তারা জলবায়ু সংকট, গণহত্যার শিকার রোহিঙ্গাদের চাহিদাপূরণ ও জাতিসংঘ শান্তিরক্ষা তৎপরতার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তার বিষয়াবলীতে গুরুত্বারোপ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন নিরাপদ ও সমৃদ্ধিতর গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার স্বার্থে মানবাধিকার সংরক্ষণ, আইনের শাসন ও ধর্মীয় স্বাধীনতার প্রতি গুরুত্ব দিয়েছেন।

অন্যদিকে, ব্লিনকেন তার এক টুইট বার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের পরলাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে আমাদের অংশীদারিত্বপূর্ণ অর্থনৈতিক সমৃদ্ধি, জলবায়ু, শান্তিরক্ষা ও উদ্বাস্তু বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্র দফতরে স্বাগত জানিয়েছি।’

Pic from Secretary Antony Blinken’s Twitter profile (@SecBlinken)

Leave a Reply


cnmng.ca ***This project is made possible in part thanks to the financial support of Canadian Heritage;
and Corriere.ca

“The content of this project represents the opinions of the authors and does not necessarily represent the policies or the views of the Department of Heritage or of the Government of Canada”