বিবিসি বিশ্ব সংবাদে বাংলাদেশের হিরো আলম

বাংলাদেশের হিরো আলমকে নিয়ে বিবিসি টেলিভিশন গতকাল সকালে সংবাদ প্রচার করেছে। সেখানে তার দাবি, ‘মানসিক নির্যাতন’ এবং ‘অধিকার খর্ব করা হয়েছে।’ 

ওই সংবাদের শুরুতে তার গানের ভিডিও উপস্থাপনের পাশাপাশি বলা হয়েছে, ‘তুলে ধরছি হিরো আলমের গানের অনন্য শৈলী। তিনি ইন্টারনেটে কয়েক মিলিয়ন দর্শকের মাঝে সামাজিক মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। দৃষ্টিভঙ্গীগত বিবেচনায় তার অপযশ সমাদৃত, যেখানে তার নিচুস্বরের ভিডিওগুলো প্রদর্শিত। তার ধারণা, স্থানীয় পুলিশ ইন্টারনেটের পুরো ঘটনায় তাকে গ্রেফতার করেছে।’ হিরো আলম বলেছেন, ‘পুলিশ আমার সঙ্গে কথা বলতে চাইলে, তারা আমাকে তলব করলে আমি নিজে গিয়েই দেখা করতাম। তারা আমাকে তুলে নিয়ে রূঢ় আচরণের প্রয়োজন ছিল না।’

স্বীকার করেছেন, তিনি বিশ্বের সেরা গায়ক নন; তবে বলেছেন তিনি আইনলংঘন করে থাকলে কেউ তার ভিডিওতে অভিনয় করতেন না। সমস্যা বেঁধেছে তখনই, যখন ক্ল্যাসিক্যাল কাজে জড়িয়েছেন, যার মাঝে নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অর্ন্তভুক্ত।

হিরো আলমের দাবি, ‘অবশ্যই আমার অধিকার খর্ব করা হয়েছে। আমার অধিকারটুকু কেড়ে নেয়া হয়েছে, যদি ক্ল্যাসিক্যাল গায়কেরা পুলিশ স্টেশনে ফোন করে থাকেন, তাতে আমাকেই দোষী বানানো হয়েছে।’

Pic from Twitter – @hero_alom12