Bengali Canada News Updates Toronto World News

বিমানের সুদীর্ঘ অভিযাত্রাকে স্বাগত জানিয়েছে টরন্টো

বাংলাদেশ বিমানের ঢাকা-টরন্টো এই উভয় যাত্রা পথে সবচেয়ে সুদীর্ঘ অর্থাৎ সাড়ে ১৮ ঘন্টার বিরামহীন অভিযাত্রাকে স্বাগত জানিয়েছে গ্রেটার টরন্টো এয়ারপোর্টস অথরিটি, সংক্ষেপে জিটিএএ। 

এর আগে ফিলিপাইন এয়ারলাইন্সের টরন্টো-ম্যানিলার মাঝে বিদ্যমান সাড়ে ১৬ ঘন্টার ফ্লাইটটি হচ্ছে সুদীর্ঘ। এছাড়াও ১৫ ঘন্টার উপরে রয়েছে: টরন্টো-গুয়ানজু (চায়না সাদার্ন), টরন্টো-হংকং (এয়ার কানাডা, ক্যাথে প্যাসিফিক), টরন্টো-শি’অ্যান (হাইনান এয়ারলাইন্স), টরন্টো-তাইপে (ইভা এয়ার) এবং টরন্টো-দিল্লি (এয়ার কানাডা, এয়ার ইন্ডিয়া)।

এতে বিমানের শুভেচ্ছা ফ্লাইট সম্পর্কে জিটিএএ’র সিনিয়র কমিউনিকেশন অ্যাডভাইজার টরি গাস বলেন, ‘টরন্টো পিয়ারসনে এই নতুন বিমানটিকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষমান এবং জুনে সেই সূচনার পানে চেয়ে আছি।’ তিনি আরও বলেন, ‘এই ফ্লাইটের জন্য কোনো সরকারি কর্মকর্তা এসেছিলেন কিনা তা আমাদের জানা নেই’, এমনকী ‘কোনো স্বাগত অনুষ্ঠানও করা হয়নি।’

ইতোমধ্যে কানাডায় বিমানের অভিযাত্রায় টরন্টোয় অভিবাসীদের এক সমাবেশে কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. খলিল রহমান অংশগ্রহণ করে তার সবিশেষ উচ্ছ্বাস ও আশাবাদ ব্যক্ত করেছেন।

Image from https://www.biman-airlines.com

Leave a Reply


cnmng.ca ***This project is made possible in part thanks to the financial support of Canadian Heritage;
and Corriere.ca

“The content of this project represents the opinions of the authors and does not necessarily represent the policies or the views of the Department of Heritage or of the Government of Canada”