কানাডার প্রদেশসমূহে কিশোরদের টিকায়ন শুরু

টরন্টো, মে ২৫: কানাডা তার অর্ধেক জনগোষ্ঠিকে আংশিক টিকায়ন সম্পন্ন করতেই বিভিন্ন প্রদেশে কিশোর-কিশোরীদের টিক্রাদানে তৎপর হয়েছে। এতে নিউফাউন্ডল্যান্ড ও লাব্রাডোর, সাসকাচুয়ান, ম্যানিটোবা এবং আলবার্টা প্রদেশে ১২ বা ততোর্ধ্ব বয়সীদের টিকায়ন শুরু করেছে। যদিও দেশব্যাপি মধ্য এপ্রিল পর্যন্ত মহামারির তৃতীয় ঢেউ স্তিমিত হলেও বেশ কিছু প্রদেশে সেটির গতিপ্রবাহ এখনও ঊর্ধ্বমুখী। এরই মাঝে অন্টারিও প্রদেশে রোববার থেকে ১২ বা ততোর্ধ্ব বয়সীদের ক্ষেত্রে টিকায়নের বুকিং চালু হয়েছে।

এক্ষেত্রে যে সকল কিশোর-কিশোরী প্রাদেশিক অনলাইন পোর্টাল বা কল সেন্টার, এমনকী যে সকল ফার্মেসী ফাইজার-বায়োএনটেক-এর টিকা দিচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগে বুকিং দিতে পারে। ইতিমধ্যে যারা পপ-আপ ক্লিনিক অথবা আঞ্চলিক স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে টিকা নিতে সক্ষম হয়েছে, তাদের জন্য রোববারের সংবাদটি প্রদেশব্যাপি সুষম টিকা বন্টনের আর্শীবাদ হিসেবে দেখা দিয়েছে।

এতে ক্যুইবেক প্রদেশের মন্ট্রিয়লে ওয়াক-ইন টিকায়ন কেন্দ্রসমূহে ব্যাপক ভিড় দেখা দিয়েছে, যেখানে সপ্তাহান্তে ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য দ্বার উন্মুক্ত করা হয়েছে। ওই প্রদেশটি আনুষ্ঠানিকভাবে ১২ ততোর্ধ্ব বয়সীদের জন্য মঙ্গলবার থেকে বুকিং সিস্টেম খুলে দিয়েছে। তবে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের জনৈক মুখপাত্র জানিয়েছেন, কেউ টিকার জন্য লাইনে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেয়া হবে না। অবশ্য বেলা ২টার মধ্যে ওই ক্লিনিকটি জানিয়েছে তাদের টিকার মজুদ সেদিনের জন্য ফুরিয়ে গেছে, যদিও প্রয়োজনের তাগিদে তারা অতিরিক্ত ৫০০ ডোজ বেশি সরবরাহ সংগ্রহ করেছিল। কারণ, জাতীয় টিকায়ন ত্বরান্বিত করতে তরুণদের লক্ষ্য করেই সে ব্যবস্থাটি নেয়া হয়েছিল।

প্রদেশগুলো যেহেতু তরুণদেরই টিকা দিতে আগ্রহী, সে কারণে সাসকাচুয়ানে সিনিয়রদের দ্বিতীয় ডোজ দেবার ঘোষণাটি রোববার দেয়া হয়েছে। সাসকাচুয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার পর্যন্ত জানিয়েছে যে, ৮০ বা ততোর্ধ্ব বয়সের মানুষেরা তাদের দ্বিতীয় ডোজের জন্য বুকিং দিতে পারেন, সেক্ষেত্রে পহেলা মার্চের আগে যে সকল ক্যান্সার বা অন্ত্র প্রতিস্থাপনকারী রোগীরা টিকা নিয়েছেন তারাও অর্ন্তভুক্ত হবেন।

ম্যানিটোবা প্রদেশ থেকে জানানো হয়েছে, সেখানে ৪৬১ জনের মাঝে নতুন করে কোভিড-১৯ সংক্রমণ দেখা দিয়েছে ও অতিরিক্ত একজন মারা গেছে, তাতে পাঁচদিন ব্যাপি প্রদেশে সংক্রমণমাত্রার পরীক্ষণ হার ঊর্ধ্বগামী পর্যায়ে ১৪.৫ শতাংশ এবং একমাত্র উইনিপেগেই তা ১৬.৭ শতাংশ।

নিউফাউন্ডল্যান্ড ও লাব্রাডোরে ২৩টি নতুন কোভিড-১৯ সংক্রমণ ঘটেছে, যা গত চারদিনের তুলনায় মাত্রাতিরিক্ত। ওই প্রদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য অঞ্চলটি বাস্তবিকই এক প্রকার ঝুঁকির মুখোমুখিতে রয়েছে।

এতে প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষ অপ্রয়োজনীয় ভেতর ও বাইরের ভ্রমণের উপর সতর্কতা জারি করেছে, বিশেষ করে সংক্রমণমাত্রা সীমিত করার ক্ষেত্রে লিউসপোর্ট ও সামারফোর্ডের মাঝে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নোভা স্কোশিয়া প্রদেশটি ৭৪টি নতুন সংক্রমণের তথ্য দিয়েছে এবং একই সঙ্গে সেখানে মহামারিতে ৭৮ ও ৭৯তম মৃত্যুর ঘটনা ঘটেছে, যাকে প্রদেশটির প্রিমিয়ার ইয়েন র‌্যাঙ্কিন প্রদেশের জন্য ‘মর্মন্তুদ সপ্তাহান্ত’ বলে আখ্যায়িত করেছেন।

তবে স্বস্তির মাঝে অন্টারিও ও ক্যুইবেক প্রদেশে মহামারির তৃতীয় ঢেউয়ে আশঙ্কাজনক অবনতির পরিস্থিতি ক্রমান্বয়ে ভালোর দিকেই অগ্রসরমান।