নৈতিক কমিশনার এমপি রাতানসিকে জরিমানাহীন স্বার্থগত সংঘাতে পেলেন

প্রকাশিত এক প্রতিবেদনে নৈতিক কমিশনার মারিও ডিওন বলেছেন, এমপি ইয়াসমিন রাতানসি লিবারেল ককাসের সদস্য থাকাকালীন নিজের দত্তক বোনকে সংসদীয় কার্যালয়ে দীর্ঘকালীন চাকুরি দিয়ে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট অ্যাক্ট’ ভঙ্গ করেছেন।

তথাপি ডিওনের ওই তদন্তকালীন রাতানসি যুক্তি তুলে ধরে বলেছেন যে জিনাত খাতরি তার জৈবিক সম্পর্কিত আপন বোন নন, বাস্তবে তিনি ১৯৫০ সাল থেকে তার দত্তক বোন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাতানসি আরও বলেছেন, উপবিধিতে কোথাও সুনির্দিষ্টভাবে বলা নেই যে এমপিরা তাদের দত্তক বোনকে নিয়োগ দিতে পারবেন না।

ডিওন তার সিদ্ধান্তে উপনীত হয়েছেন এই বলে যে, রাতানসি প্রতিনিয়তই খাতরিকে বোন প্রতিপন্ন করে জনসমক্ষে আপন বোন বলে এসেছেন। ‘জনগণের দৃষ্টিভঙ্গী এটাই যে খাতরির সঙ্গে রাতানসির সম্পর্কের ভিত্তিমূল কেবলই রাতানসির জনসমক্ষে দেয়া ভাষ্য, পদক্ষেপ ও উপবিধি লংঘন করে তাকে চাকুরি দেয়ায় সুসংহতভাবে প্রতিফলিত’, সে কথাই ডিওন গতকাল খাতরিকে নিয়োগ দেয়াকে ঘিরে অনলাইনে জানিয়েছেন। তার কথা, ‘আমার সিদ্ধান্ত এটাই যে, রাতানসি খাতরির ব্যক্তিগত আগ্রহকে অর্থাৎ আইনের ভাষায় সংসদীয় কার্যালয়ে খাতরিকে চাকুরি দিয়েছেন। আর যেহেতু আইনের ভাষায় পারিবারিক সদস্য বিবেচিত না হওয়ায় আমি সেটিকে ব্যক্তিগত ইচ্ছাকে চরিতার্থ করা হয়েছে বলে মনে করি।’

২০১৮ সালে রাষ্ট্রীয় অর্থে রাতানসি নিজের বোনকে চাকুরি দিয়েছেন এ ধরণের অভিযোগ কানাডার ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট অ্যান্ড এথিক কমিশনার’-এর দপ্তরে উত্থাপিত হলে তাতে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু সেটা যখন গত বছর সংবাদ শিরোনামে পরিণত হয়, তখন তারা তদন্তের ক্ষেত্রে ঘুরে দাঁড়ান, সেজন্য তারা স্বীকার করেছেন বিষয়টি তিন বছর আগেই ভিন্নভাবে অগ্রসর হওয়া যেত।

ডিওন তাই ডন ভ্যালি ইস্টের এই সুদীর্ঘ সময়ের এমপি ও ২০২০ সালের নভেম্বরে সিবিসি নিউজ তার সংসদীয় কার্যালয়ে বোনকে ২০১৭ সাল থেকে আইনভঙ্গ করে চাকুরি দিয়েছেন এমনটা তদন্ত করছে জেনে লিবারেল ককাস ছেড়ে দেন বিধায় তাকে কোনো জরিমানা করেননি। তবে এই নৈতিক কমিশনার অসঙ্গতির ক্ষেত্রে মত দিয়েছেন যে, ‘সেটা ভুলবশতঃ অথবা অনিচ্ছাকৃত সিদ্ধান্তহীনতার কারণে ঘটেছে।’

ফলশ্রুতিতে রাতানসি ফেসবুকে কমিশনারের রিপোর্টকে স্বাগত জানিয়ে তার নিস্পত্তি ঘটেছে বলে নিজের প্রত্যাশা ব্যক্ত করেছেন। সেখানে তিনি বলেন, ‘এই রিপোর্ট এখন আমাকে অগ্রসর হওয়ার অনুমতি দিয়েছে এবং আমি আমার সামর্থ্যানুযায়ী ডন ভ্যালি ইস্টের জনগণের কথাকে অটোয়ায় তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করছি।’