মর্ডানা কমালেও ফাইজার ৮ মিলিয়ন বেশি ভ্যাকসিন ডোজ দেবে

টরন্টো, এপ্রিল ১৬: উৎপাদন ব্যাহত হওয়ায় চলতি মাসে পূর্ব নির্ধারিত সংখ্যার তুলনায় কম ভ্যাকসিন ডোজ কানাডাকে দেবে মর্ডানা। কারণ তাদের ইউরোপের প্রকল্পে উৎপাদন সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। কিন্তু তার প্রধান প্রতিযোগি ফাইজার, যার রয়েছে এমআরএনএ জাতীয় ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা, তারা মর্ডানার সেই কমতি সংখ্যা পরিপূরণে মে ও জুন মাসের বাইরেও অতিরিক্ত ভ্যাকসিন সরবরাহ করবে।

এতে এই মাসে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক মর্ডানার কাছ থেকে কানাডায় ১.২ মিলিয়ন ডোজ ভ্যাকসিন আসাটা নির্ধারিত ছিল, কিন্তু সেখানে আসবে মাত্র সাড়ে ৬ লাখ ডোজ, তাও তা এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে আসবে। এদিকে জুন নাগাদ তাদের কাছ থেকে ১ কোটি ২৩ লাখ ডোজ প্রাপ্তির কথা ছিল, সেক্ষেত্রে তারা ১ থেকে ২ মিলিয়ন ডোজ কম সরবরাহ করবে; অর্থাৎ তারা উৎপাদন ঘাটতিতে রয়েছে।

এদিকে এই উদ্ভূত পরিস্থিতিতে আজ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, কানাডা ফাইজারের সঙ্গে বাড়তি ৮ মিলিয়ন ভ্যাকসিনের চুক্তি করেছে। তাতে সেগুলোর মাঝে ৪ মিলিয়ন মে মাসে, ২ মিলিয়ন জুন মাসে এবং বাকি ২ মিলিয়ন জুলাই মাসে পাবে। এক্ষেত্রে ফাইজারের টিকার জোগান কানাডায় মে মাসের প্রতি সপ্তাহে ২ মিলিয়ন এবং জুন মাসের প্রতি সপ্তাহে ২.৫ মিলিয়ন ডোজ হবে বলে নিশ্চিত হওয়া গেছে। তাতে ট্রুডো ফাইজারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। কারণ, কানাডা এখন ১৭.৮ মিলিয়ন ডোজের পরিবর্তে ফাইজার থেকে এ বছরের মাঝামাঝিতে ২৩.৮ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পেতে যাচ্ছে। তদুপরি ওই একই সময়ে সব ভ্যাকসিন সরবারাহকারীর কাছ কানাডা মোট ৪৮ থেকে ৫০ মিলিয়ন ভ্যাকসিন ডোজ পেতে যাচ্ছে। তাই টুডোর কথা, জুন নাগাদ প্রতিটি প্রাপ্ত বয়স্ক কানাডিয়ান একটি করে ডোজ পেতে যাচ্ছেন।

অন্যদিকে এক বিবৃতিতে মর্ডানার মুখপাত্র জানিয়েছেন, তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে কানাডা ও অপরাপর দেশে তাদের সরবরাহকৃত ভ্যাকসিনের সমন্বয় সাধন ঘটাবে। তারা ‘প্রয়োজনীয় পুঁজি’ বিনিয়োগ বাড়িয়ে তাদের উৎপাদনে গতি সঞ্চার করবে এবং ‘সম্ভাব্য সকল সহযোগিতার সুযোগ’ কাজে লাগাতে সক্ষম হবে। একই সঙ্গে তাতে বিশ্বের প্রয়োজনীয় চাহিদা মেটানোটাও ত্বরান্বিত হবে। জানা গেছে, কোভিড সংক্রমণ শুরু হওয়ার আগে মর্ডানার বৃহৎ পরিসরে টিকা উৎপাদনের কোনোই অভিজ্ঞতা ছিল না। তারা সুইজারল্যান্ডের লঞ্জা ফার্মাসিউক্যালের সঙ্গে মিলে এই ভ্যাকসিন উৎপাদন তৎপরতায় নামে। এছাড়া তারা যুক্তরাষ্ট্রে তাদের টিকার মার্কেটিংয়ের ক্ষেত্রে অপরাপর ঔষধ নির্মাতারাও সহযোগিতা চেয়েছিল।