যুক্তরাষ্ট্রের ফক্স টিভিতে ইমরান খানের প্রমাণ কি প্রতিধ্বনিত?

গত ২ মে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান তার ক্ষমতাচ্যুতি বিষয়ক সন্দেহ বিদূরীকরণে অর্থাৎ ‘প্রশাসন পরিবর্তনের ষড়যন্ত্র’ বোঝাতে এক টুইট বার্তায় লিখেছেন ‘যুক্তরাষ্ট্র একজন অনুগত পুতুল প্রধানমন্ত্রী চায়’। 

বাস্তবে খান যুক্তরাষ্ট্রের ফক্স টেলিভিশন নেটওয়ার্কের একটি ভিডিও ক্লিপ ওই টুইট বার্তায় যুক্ত করেছেন, যেখানে আপাতদৃষ্টিতে একজন পুরুষ উপস্থাপক তার মহিলা আলোচককে পরাশক্তি আমেরিকার মাহাত্ম্য ব্যক্ত করে প্রশ্ন করেছেন, ‘পাকিস্তানের বিষয়ে আপনি কি বলবেন?’ তার প্রত্যুত্তরটি হচ্ছে, ‘ইউক্রেনকে পাকিস্তানের সমর্থন দেয়া দরকার। এখন রাশিয়ার সঙ্গে কোনো লেনদেন নয় এবং চীনের সঙ্গেও সীমিত সম্পর্ক রক্ষা করা, এমনকী আমেরিকা-বিরোধী নীতির অবসান, যার অংশবিশেষগত কারণে কয়েক সপ্তাহ আগে ইমরান খান ভোটে প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন। সুতরাং তাতে পাকিস্তানে আমেরিকা বিরোধী ও রাশিয়া প্রীতি নীতির প্রশমন হওয়া চাই। এখন সেগুলোর উপযুক্ত সময় নয়।’

In the pic above, the Tweet