লন্ডনে নাথানিয়াল ভেল্টম্যানের মামলার শুনানী ২৮ জুন পর্যন্ত মুলতবী

টরন্টো, জুন ২৫: অন্টারিও প্রদেশের লন্ডনে মুসলিম বিদ্বেষী ট্রাক হামলার হোতা ২০ বছর বয়সী নাথানিয়াল ভেল্টম্যানের (in the pic) বিরুদ্ধে সর্বশেষ সন্ত্রাসী অভিযোগ যুক্ত করার এক সপ্তাহ পর গত ২১ জুন কোর্টে সে সংক্ষিপ্ত হাজিরা দিয়েছে। ইতিমধ্যে আফজাল পরিবার হত্যায় তার বিরুদ্ধে চার কাউন্টের ফার্স্ট ডিগ্রি মার্ডার এবং এক কাউন্টের অ্যাটেম্পটেড মার্ডার চার্জ দাখিল করা হয়েছে, যেখানে হত্যাযজ্ঞের শিকার পরিবারের একমাত্র শিশু বালকটি কোনোক্রমে প্রানে বেঁচে গেছে।

এর আগে গত ১৪ জুন ভেল্টম্যানের পূর্ববর্তী কোর্ট হাজিরায় তাকে জানানো হয় যে, ক্রিমিনাল কোডের ৮২ ধারায় তার বিরুদ্ধে রুজুকৃত অভিযোগ সমূহের সঙ্গে সন্ত্রাসী কর্মকান্ডকেও যুক্ত করা হবে।

সর্বশেষ গত সোমবার সকালে এলজিন মিডলসেক্স ডেটেনশন সেন্টার, সংক্ষেপে ইএমডিসি থেকে ভেল্টম্যান ভিডিও মাধ্যমে কোর্টে হাজিরা দেয়। কোর্টে তার সেই হাজিরাটি সংক্ষিপ্ত পরিসরে হলেও ভেল্টম্যান সেখানে জানায়, তার আইনজীবি নিয়োগ প্রক্রিয়াটি চূড়ান্ত হতে যাচ্ছে।

সেক্ষেত্রে কোর্টকে সে জানায়, টরন্টোর আইনজীবি ক্রিস্টোফার হিক্স-কে সে নিয়োগ দেয়ার ক্ষেত্রে বিষয়টি প্রক্রিয়াধীন রেখেছে। সেজন্য ওই মামলাটি এক সপ্তাহকাল পিছিয়ে দেয়া হয়েছে। এমনকী তার বিচারাধীন বিষয়ের উপর কোর্ট প্রকাশনা সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে ভেল্টম্যানের পরবর্তী কোর্টে ভিডিও মাধ্যমে হাজিরার দিনক্ষণ ধার্য হয়েছে আগামী ২৮ জুন সকাল সোয়া ৯টায়।

ইতিমধ্যে হত্যার শিকার নিহতরা হচ্ছেন- ৪৬ বছর বয়সী সালমান আফজাল, তার ৪৪ বছর বয়সী স্ত্রী মাদিহা, দম্পতির ১৫ বছর বয়সী কন্যা ইউমনা এবং তার ৭৪ বছর বয়সী দাদী তালাত আফজাল। এছাড়া ওই দম্পতির ৯ বছর বয়সী শিশু সন্তান ফায়েজ আফজাল, যে তার ক্ষত সারিয়ে ক্রমান্বয়ে সুস্থ হতে চলেছে। গত সপ্তাহেই সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ী ফিরে গেছে। অবশ্য তার দেখভালের জন্যে মিলিয়ন ডলারের উপর সাহায্য সংগৃহীত হয়েছে।

পুলিশের অভিযোগ মতে, ওই মুসলিম পরিবারের উপর ভেল্টম্যান ৬ জুন সন্ধ্যায় যে আক্রমনটি চালায়, তা ছিল পরিকল্পিত ও মুসলিম বিদ্বেষপূর্ণ। ওই পরিবারটি সন্ধ্যা ভ্রমনে একত্রে বেরিয়ে হাইড পার্ক রোড ও সাউথ ক্যারেজ রোডের সংযোগস্থলে পারাপারের অপেক্ষায় ছিল, যখন চালকের ট্রাকটি তাদের উপর উঠে পড়ে। কিন্তু এখনও ভেল্টম্যানের বিরুদ্ধে রুজুকৃত অভিযোগের কোনোটাই কোর্টে প্রমাণিত হয়নি।