বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর প্রশংসায় জাস্টিন ট্রুডো

মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএসজি নিউজ

টরন্টো, ১৮ মার্চ – আজ এক ভিডিও বাণীতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তিতে জনগণের প্রতি তার ভালবাসা উদ্ভাসিত। এতে সুনির্দিষ্টভাবে তিনি বলেন, ‘আজ এমনটা উদযাপন [স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী] সম্ভব হয়েছে, কারণ শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গী বিদ্যমান, যা জনগণের প্রতি ভালবাসায় উৎসারিত।’

তার এই ভিডিও বাণীটি বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় প্যারেড স্কোয়ারে আজ আয়োজিত সর্বোচ্চ অনুষ্ঠানে প্রদর্শিত হয়, যেখানে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ যোগ দেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর দৃষ্টিপানটি সফলতা পেয়েছে, কেননা বাংলাদেশের জাতির জনক জনগণকে সর্বাগ্রে স্থান দিয়েছেন। ‘বন্ধুরা, এই উদযাপনে আজ সেটাই উপলব্ধির সময়। আমরা শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগকে স্মরণ করবো, তার জন্মের শতবর্ষ পর, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে।’

বঙ্গবন্ধুকে স্মরণ করে ট্রুডো বলেন, দীর্ঘস্থায়ী পরিবর্তন সাধনে জনগণই ক্ষমতার উৎস। ‘আমাদের জীবদ্দশায় যে চূড়ান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, জনগণ ও আমাদের মতো নেতাদের তাই-ই অনুসরনীয়। তাতে একত্রে আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য এক সম্ভাবনাপূর্ণ পৃথিবী রচনা করতে পারি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে আমন্ত্রণ জানানোর পাশাপাশি তা পালনের সুযোগ করে দেয়ায়, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমি প্রত্যেককে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অভিনন্দন জানাচ্ছি।’ পাশাপাশি তার কথা, কোভিড-১৯ মহামারীর কারণে অনুষ্ঠানের পরিকল্পনা পাল্টে এই উদযাপন ভার্চুয়ালি করায় তা মহিমান্বিত হয়েছে।

এরপরও তিনি ১৯৮৩ সালে শিশু বয়সে তার পিতা তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে টুডোর সঙ্গে প্রথম বাংলাদেশ সফরের স্মৃতি রোমন্থন করে বলেন, সে সময় শেখ মুজিবুর রহমানের সঙ্গে আমার পিতা এক অটুট সম্পর্ক রচনা করেছিলেন; যার শেকড় স্বাধীন বাংলাদেশ সমর্থনের ক্ষেত্রে কানাডার সুগভীরে প্রোথিত।’

কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সর্বাঙ্গীন সাফল্য প্রত্যাশায় বলেন, ‘আমি কানাডার জনগণের পক্ষে সুন্দর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কামনা করছি।’