বয়স্কদের বিলম্বিত করোনা টিকা নেয়াকে সমর্থন করেনি গবেষণা

মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ

টরন্টো, মার্চ ২৩: কানাডার শীর্ষ স্থানীয় বিজ্ঞানীরা করোনা টিকার দুটি ডোজের মধ্যবর্তী সময়ের বিলম্ব, যা বয়োজৌষ্ঠদের ক্ষেত্রে ৪ মাস করা হয়েছে, সেটিকে সমর্থন করেনি। তাদের যুক্তি, সেজন্য কোনো সুনির্দিষ্ট গবেষণা নেই, এমনকী ওই জনগোষ্ঠির জন্য কোনো প্রাক্ শর্তাবলীও নেই।

এতে যদিও কানাডার জাতীয় টিকাদান উপদেষ্টা কমিটি অর্থাৎ ‘ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইম্যুনাইজেশন, সংক্ষেপে ‘এনএসিআই’ চলতি বছরের মার্চ মাসের শুরুতে ফাইজার-বায়োএনটেক, মর্ডানা ও অ্যাস্ট্রা-জেনেকার দুটি ডোজের ক্ষেত্রে বিরতির সময়কাল চার মাস পর্যন্ত বৃদ্ধি করেছে, যা এখনও বলবৎ রয়েছে।

ফলে কানাডার বেশ কিছু প্রদেশে, বিশেষ করে অন্টারিও, ম্যানিটোবা ও ব্রিটিশ কলাম্বিয়ায় অপরাপর বয়সীদের অধিকতর টিকাদান কর্মসূচীতে অন্তর্ভুক্তির জন্য ওই নীতিমালাকে অনুসরণ করা হয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে, দ্বিতীয় ডোজের জন্য টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অনুমোদিত সময়সীমাকে যথেষ্ট পিছিয়ে দেয়া হয়েছে।

তাই গত সোমবার কানাডার প্রধান বিজ্ঞান উপদেষ্টা ডা. মোনা নিমির জানিয়েছেন, এতে বয়স্কদের ক্ষেত্রে দুই ডোজের মাঝে এই দীর্ঘায়িত বিলম্বের কারণে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তার কথা, ‘আমার জানা মতে প্রথম ডোজের পর দুই মাসের অতিরিক্ত সময়কাল বৃদ্ধিতে কার্যকারিতার ক্ষেত্রে কোনো উপাত্ত নেই। গত কয়েক সপ্তাহে বিভিন্ন গবেষণায় দেখা গেছে বয়োজৌষ্ঠ যাদের ইমিউনো-কম্প্রোমাইজ বা রোগ প্রতিরোধে অক্ষম, সচরাচর তাদের ক্ষেত্রে প্রথম ডোজের পর এই দীর্ঘায়িত বিলম্ব দ্রুত হীতে বিপরীত হওয়ার উপযোগী।’

গত সপ্তাহে যুক্তরাজ্যে এক প্রাথমিক গবেষণায় দেখা গেছে, ৯৫ শতাংশ ক্যান্সার আক্রান্ত রোগীর ক্ষেত্রে, বিশেষত বয়োজৌষ্ঠদের ক্ষেত্রে, ফাইজারের প্রথম ডোজের তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজটি গ্রহণে দৈহিক অ্যান্টিবডি বা প্রতিরোধ সক্ষমতা দ্রুত সৃষ্টি হয়। আর এই ফলাফল মাত্র ৪৩ শতাংশ রোগীর ক্ষেত্রে পাঁচ সপ্তাহের ব্যবধানে সৃষ্টি হয়েছে।

তথাপি এই দুই ডোজের মধ্যবর্তী সময়ের বিলম্বটি প্রাথমিকভাবে হেলথ্ কানাডা ফাইজার-বায়োএনটেকের টিকার ক্ষেত্রে ২১ দিন, মর্ডানার জন্য ২৮ দিন এবং অ্যাস্ট্রা-জেনেকার জন্য ১২ সপ্তাহ বা তিন মাস নির্ধারণ করে দিয়েছে।

তবে ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইম্যুনাইজেশন বা ‘এনএসিআই’ বলেছে, প্রথম ডোজের পর প্রতিরোধের ক্ষেত্রে যে ধরণের উচ্চ সক্ষমতা বৈজ্ঞানিক গবেষণা ও ‘বিশ্বের বাস্তব কার্যকারিতা’য় দৃশ্যমান, তাতে এই বিরতিটি দীর্ঘায়িত করা হয়েছে। আর সে সময় টিকার যে সরবরাহ ছিল, তাতে অধিকতর জনগোষ্ঠিকে টিকার আওতায় আনতে দ্বিতীয় ডোজের অপেক্ষার পরিবর্তে এই প্রথম ডোজের সুপারিশটি করা হয়েছে।

সেই পরিপ্রেক্ষিতে কানাডার প্রধান বিজ্ঞান উপদেষ্টা ডা. মোনা নিমির বলেছেন, হেলথ্ কানাডা ও ‘এনএসিআই’ এই উভয় প্রতিষ্ঠানের জন্য গবেষণার সর্বশেষ তথ্যের জোগানটি উন্মুক্ত, যার অর্থ দাঁড়াচ্ছে নতুনটি সুপারিশটিও যথারীতি আসছে। তার কথা, ‘তারা উভয়েই তা অনুসরণ করছে এবং তদ্রুপ মডেল রূপায়ন করছে। কারণ, প্রায়োগিক দিক [বয়োজ্যেষ্ঠদের প্রতিরোধ সক্ষমতাটি] বিবেচনায় সুরক্ষা নিশ্চিতের ক্ষেত্রে আমাদের কাজের স্বার্থেই তার পর্যালোচনা প্রয়োজন।’

আশার কথা, এ সপ্তাহেই ফাইজার ও মর্ডানার ২০ লাখ ডোজ টিকা এবং একই সঙ্গে এ মাসের শেষে অ্যাস্ট্রা-জেনেকার সাড়ে ১০ লাখ ডোজ টিকা কানাডায় আসছে।