এশিয়ায় দেনা পরিশোধের ঝুঁকিতে রয়েছে শ্রীলংকা

গত সপ্তাহে ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানা গেছে যে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শ্রীলঙ্কা সর্বাধিক দেনার কবলে নিমজ্জিত, যা পাপুয়া নিউগিনি, কাজাকিস্তান, মঙ্গোলিয়া, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার অবস্থানকে অতিক্রম করবে। 

ওই সংবাদ মাধ্যমের ‘ডেব্ট ডিফল্ট প্রোবাবিলিটি’ বা দেনার সম্ভাব্য সূচকে গত ছয় মাসে দেশটি ১৩ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। এতে ব্লুমবার্গের মডেলে কোনো দেশ ১ দশমিক ৫ শতাংশ দেনার কবলে পড়লে তাকে ‘সর্বাধিক দেনা পরিশোধের ঝুঁকিতে’ রয়েছে বলে ধরে নেয়া হয়।

এক্ষেত্রে ওই প্রতিবেদনটি আরও বলেছে, শ্রীলংকার জন্য ‘প্রথম পরীক্ষাটি’ দেখা দেবে আগামী ২৭ জুলাই, যেখানে দেশটিকে বন্ডে বিনিয়োগকারীদের ১ বিলিয়ন ডলার দিতে হবে। ‘সন্দেহের মাত্রা বাড়ছে’ এমনটা জানিয়ে বলা হয়েছে, দেশটি তাতে অতিরিক্ত তহবিল জোগাড়ের স্বার্থে আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ চীনের শরণাপন্ন হবে।

এসব সত্ত্বেও পরিস্থিতি সামাল দিতে শ্রীলঙ্কার অর্থ ও পুঁজিবাজার মন্ত্রী অজিত নিভার্ড ক্যাবরাল আশ্বস্থ করে বলেছেন দেনা যথাসময়েই পরিশোধিত হবে। এক্ষেত্রে প্রশ্ন দেখা দিতে পারে- বাংলাদেশের দেনা পরিশোধের ক্ষেত্রেও সেই আশ্বাস অদূর ভবিষ্যতে পরিপূরণ হবে কিনা?

Pic of Sri Lanka’s Finance Minister, Ajith Cabraal, taken from United Nations