বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ক্রিয়েটিভ ইকোনমি চালু করবে ইউনেস্কো

মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ

টরন্টো, মার্চ ২৩: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় ইউনেস্কো মহাপরিচালক অন্ড্রে আজুলে বলেন, ‘৫০ বছর আগে ৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এটি শুধু বাংলাদেশের স্বাধীনতার সূচনাই করেনি, একই সঙ্গে বৈশ্বিক সম্মান, মানবাধিকারসহ নানান ইস্যুতে জোড়ালো কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। তাই আমরা সেটিকে মানব ইতিহাসের ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ করেছি।

আজুলে বলেন, স্বাধীনতার পরের বছরই ইউনেস্কোতে যোগ দেয় বাংলাদেশ। এরপর থেকে শিক্ষা, বিশেষত নারী শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য ইত্যাদি ইস্যুতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ।

নতুন পুরস্কারের ঘোষণা দিয়ে আজুলে জানান, যেসব তরুণ অর্থনীতিতে নতুন গবেষণামূলক কাজ করবেন, তারা এই বৈশ্বিক পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবেন।

বাস্তবে গত বছর ইউনেস্কো তাদের নির্বাহী বোর্ডের ২১০তম অধিবেশনে এই পুরস্কারটি প্রবর্তনের ঘোষণা দেয়। এতে প্রতি দুই বছর অন্তর সাংস্কৃতিক ও সৃষ্টিধর্মী শিল্প উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে উদ্যোগী করে তোলার স্বীকৃতি স্বরূপ কোনো ব্যক্তি বা সংগঠনকে এই পুরস্কারের সঙ্গে ৫০ হাজার ডলার প্রদান করা হবে। আর যখন করোনা মহামারির কারণে ইউনেস্কোর ওই ২১০ তম অধিবেশনটি ভার্চৃুয়ালি অনুষ্ঠিত হয়, সেখানে এই পুরস্কার প্রবর্তন কালে উপস্থিত সকল নির্বাহী সদস্য তা উৎফুল্লচিত্তে গ্রহণ করেন। এতে প্রথম পুরস্কারটি এ বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত ইউনেস্কোর ৪১তম সাধারণ অধিবেশনে ঘোষণা করা হবে, যার সঙ্গে ‘ইন্টারন্যাশনাল ইয়ার অব ক্রিয়েটিভ ইকোনমি ফর সাসটেইনাবল্ ডেভেলপমেন্ট’ পালিত হবে।