TORONTO – সম্প্রতি উত্তর আমেরিকা মহাদেশের চতুর্থ বৃহত্তম ও কানাডার প্রধানতম নগরী সিটি অব টরন্টো কর্তৃপক্ষ তাদের নিজস্ব কার্যক্রম ‘টরন্টো ফর অল’-এর উদ্যোগে ১ লাখ ২০ হাজার ডলার ব্যয়ে অ্যাস্ট্রাল মিডিয়ার তত্ত¡াবধানে তিনটি বিশেষ ডিজিটাল পোস্টার শহরের সর্বত্র ১৪০টিরও বেশি টরন্টো ট্রানজিট কমিশনের (টিটিসি) বাস ও ট্রাম শেল্টারে এক মাসব্যাপি প্রদর্শন সম্পন্ন করেছে, যা নিয়ে আগ্রহদ্দীপক সাড়া জেগেছে। কারণ, বিষয়টি আজকের বিশ্বের অন্যতম আলোচনার বিষয় ‘ইসলামোফোবিয়া’ সংক্রান্ত।
TORONTO – The fourth largest city in the continent of North America and the economic engine of Canada, the City of Toronto has recently concluded its campaign under Toronto For All program with a spending of $120,000 by displaying three-types of digital posters at over 140 Toronto Transit Commission (TTC)’s Bus and Street Car shelters throughout the city for a month through Astral Media, which boosted a positive impact among the viewers.
এমন উৎকন্ঠাই প্রেস বিজ্ঞপ্তির শিরোনামে প্রকাশ পেয়েছে গত সোমবার ২৮ আগস্ট আন্তর্জাতিক জনসংযোগ প্রতিষ্ঠান সিশনের ওয়েবসাইটে, যা প্রদান করেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি—ভিত্তিক প্রতিষ্ঠান ‘সিভিক কারেজ’। এটির প্রতিষ্ঠাতা হচ্ছেন ‘রিক্লেইমিং আওয়ার ডেমোক্রেসি’ গ্রন্থের রচয়িতা স্যাম ডালে—হ্যারিস।
A similar concern is highlighted in the title of a press release appeared in the global public relations newswire website of CISION on Monday, August 28, provided by the Civic Courage, a Washington, DC based organization, founded by Sam Daley-Harris, an author of Reclaiming Our Democracy.
গত বছর ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনের পর আাবারও এবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের সাইডলাইনে আলোচনায় বসেছেন এবং হিমালয়ের পাদদেশ জুড়ে ৩,০০০ কিলোমিটার বা ১,৮৬০ মাইল সুদীর্ঘ লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) হিসেবে অভিহিত সীমান্তরেখায় বিদ্যমান উত্তেজনা প্রশমনে প্রত্যেকের কর্তৃপক্ষকে সংযত হওয়ার আহবান জানাবেন বলে সম্মত হয়েছেন।
Following to the G-20 summit in Indonesia last year, this time in BRICS summit in Johannesburg of South Africa, both Chinese President Xi Jinping and Indian Prime Minister Narendra Modi met on the sidelines and agreed to ask their officials to work at resolving their border dispute over the feud of 3,000-kilometre (1,860-mile) Himalayan border, known as the Line of Actual Control (LAC).
চলতি বছরের মার্চে সর্বশেষ চীনের প্রেসিডেন্ট যখন মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন, তখন এই দুই কর্তৃত্ববাদী নেতা এক অর্থে যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান থেকে পাশ্চাত্য নিয়ন্ত্রিত বিশ্বনিয়ন্ত্রণ (ওয়ার্ল্ড অর্ডার) কেড়ে নেবার প্রত্যয় পুর্নব্যক্ত করেছেন। এতে স্বাভাবিকভাবে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না ও সাউথ আফ্রিকার সমন্বয়ে গঠিত ‘ব্রিকস’-এর জোহানেসবার্গের অর্থনৈতিক প্রাণকেন্দ্র স্যান্ডটনে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে চীনা নেতা বিকশিত উন্নয়নশীল দেশের মাঝে বেইজিংয়ের প্রভাবকে বিস্তৃত করায় উদ্যোগী হবেন, কেননা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান টানাপড়েনের পাশাপাশি নিজ দেশে রয়েছে তার অর্থনেতিক চাপ।
TORONTO – When the Chinese President, Xi Jinping last visited Russian President Vladimir Putin in Moscow in March 2023, these two authoritarian strongmen reaffirmed their strategic alignment against the United States of America and touted their vision for a new world order no longer dominated by the West. Therefore, obviously the Chinese leader will bolster Beijing’s influence among developing and emerging nations in the ensuing BRICS (an economic alliance, comprising Brazil, Russia, India, China and South Africa) summit in Johannesburg’s financial district of Sandton, South Africa, since his ties with the United States remain deeply strained and economic troubles bubble up at home.
OTTAWA – শরণার্থী বর্হিভূত বাংলাদেশের জনৈক শাহীন সরকার নামের এক ব্যক্তির অনুমোদিত আইনি পূর্নমূল্যায়ণ রায়ে কানাডার ফেডারেল কোর্টের বিচারক হেনরি এস. ব্রাউন লিখেছেন, ক্ষমতাসীন রাজনৈতিক আওয়ামী লীগ সদস্যবৃন্দ কতৃর্ক ওই ব্যক্তির পারিবারিক মুদি দোকান চাঁদাবাজির কবলে পড়েছে। যদিও ওই রায়টি ২০২২ সালের ৩ অক্টোবর রাজধানী অটোয়ায় প্রদান করা হয়, তথাপি তা অনুবাদ আকারে জনসমক্ষে প্রকাশ পেয়েছে গত ১৬ আগস্ট, ২০২৩।
OTTAWA – In a granted judicial review of Shahin Sarker, a non-conventional refugee from Bangladesh, the Canadian Federal Court Judge Henry S. Brown wrote in his judgment that, “he was targeted by members of the ruling Awami League political party to extort his family’s grocery business.”
গত ১৯ জুলাই টরন্টোর ইয়র্ক ইউনিভার্সিটিতে ‘উচ্চতর শিক্ষায় বৈশ্বিক বৈষম্যের গুরুত্ব’ বিবেচনায় অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (আকু) আয়োজিত যে সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আকতারুজ্জামান মাসাধিককালে বাংলাদেশস্থ কানাডিয়ান হাই কমিশন থেকে ভ্রমণ ভিসা না পাওয়ায় আপাতদৃষ্টিতে সেটির লক্ষ্যচ্যুতি ঘটেছে।
সম্প্রতি ওয়াশিংটন পোষ্ট পত্রিকায় বিজ্ঞাপন আকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবরে প্রকাশিত খোলা চিঠির বিষয়ে স্বাক্ষরদাতাদের অন্যতম আমেরিকার গ্রন্থকার এবং দারিদ্রবিমোচন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রবক্তা স্যাম ডালে-হ্যারিস (in the pic above, from citizensclimatelobby.org) একান্ত সাক্ষাতকারে সবিস্তর জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যে ৪০ জন জননেতা ওই চিঠিতে স্বাক্ষর করেছেন তারা সাধারণঅর্থে বিশ্বের লাখো কোটি মানুষের পরিচিত, যারা মুহাম্মদ ইউনূসের কর্মে অনুপ্রাণিত ও উপকৃত এবং তারা তার নিরাপদ জীবন চান।’ আরও যোগ করে বলেছেন, ‘যারা স্বাক্ষর করেছেন, তারা প্রত্যাশী তাদের জনপরিচিতির কারণে বিশ্ব জানুক প্রফেসর ইউনূসের ওয়াকিবহাল। আমরা ওই বক্তব্য কোনো পত্রিকায় ছাপা হলো কি হলো না, তার অপেক্ষায় না থেকে ছাপিয়েছি।’
One of the lead signatories who signed the open letter to the Prime Minister of Bangladesh as advertised in the Washington Post recently, Sam Daley-Harris, an American activist and author as well as advocate for hunger eradication and democracy, elaborated the reason for it in an exclusive interview, “The 40 public figures who signed the letter are simply some of the best-known among the millions of people around the world who have been inspired by and have benefitted from the work of Muhammad Yunus, and who want to see him remain safe.” He also added, “The signers wanted to use their status as public figures to make sure that the world knew about the growing concern about the well-being of Prof. Yunus. We weren’t going to leave it to chance as to whether newspapers did or didn’t pick up the statement.”
গত বুধবার পুলিশের ‘ইউএনকপস্’ সামিটে কানাডা ও নরওয়ের যৌথ পৃষ্টপোষকতায় আয়োজিত এক অনুষ্ঠানে বর্তমানে মালিতে নিয়োজিত জাতিসংঘের মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন, সংক্ষেপে ‘মাইনাসমা’য় দায়িত্বশীল বুরকিনা ফাসো’র চিফ ওয়ার্যান্ট অফিসার আলিজেতা কাবোর কিন্ডাকে তার কর্মের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে দেয়া হয়েছে ২০২২ সালের জাতিসংঘের নারী পুলিশ অ্যাওয়ার্ড, যার প্রচলন সংস্থাটির শান্তি মিশন ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধিকল্পে ২০১১ সালে।
Chief Warrant Officer Alizeta Kabore Kinda (in the pic) of Burkina Faso, who currently serves in the UN Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA), has been awarded the 2022 United Nations Woman Police Officer Award with a documentary presentation on her works in a UNCOPS ceremony co-sponsored by Canada and Norway held on Wednesday afternoon in the United Nations as it was introduced in 2011 to recognize the exceptional contributions of women police officers to UN peace operations and to promote women’s empowerment.
এক অনুসন্ধানে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি নিশ্চিত করে বলেন, সদ্য বিদায়ী মানবাধিকার হাই কমিশনার মিশেল ব্যাশেলেটের বাংলাদেশ সফর শেষে দেয়া বক্তব্যে অধিকার লংঘনের কোনো কিছু বলেননি, তা নিয়ে তথ্য বিভ্রান্তি ঘটেছে। মুখপাত্র পরিস্কার ভাষায় জানিয়েছেন, ‘আমরা ওই বিভ্রান্তির জন্য দুঃখিত’।
In a media inquiry, Ravina Shamdasani, the spokesperson for the United Nations High Commissioner for Human Rights has confirmed the misinformation circulating in Bangladesh over the end-of-mission statement of its outgoing Human Rights High Commissioner Michelle Bachelet in which she did not cite rights abuses in Bangladesh.
বাংলাদেশের হিরো আলমকে নিয়ে বিবিসি টেলিভিশন গতকাল সকালে সংবাদ প্রচার করেছে। সেখানে তার দাবি, ‘মানসিক নির্যাতন’ এবং ‘অধিকার খর্ব করা হয়েছে।’
The BBC television news has reported on Bangladesh’s Hero Alam on yesterday morning! There he claimed, ‘mentally tortured’ and ‘rights are breached.’
পাকিস্তানের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আহুত রাজধানীর ‘আজাদী মার্চ’ ‘বিধিলংঘন’ করেছে সরকারের দাখিলকৃত এমন আবেদন অ্যাপেক্স কোর্টের রায়ে নাকচ করেছে।
Pakistan’s Supreme Court on Thursday dismissed a petition filed by the federal government for seeking contempt proceedings against PTI Chairman and former Prime Minister Imran Khan for “violating” the apex court’s orders with regard to the party’s Azadi March.
গত ২ মে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান তার ক্ষমতাচ্যুতি বিষয়ক সন্দেহ বিদূরীকরণে অর্থাৎ ‘প্রশাসন পরিবর্তনের ষড়যন্ত্র’ বোঝাতে এক টুইট বার্তায় লিখেছেন ‘যুক্তরাষ্ট্র একজন অনুগত পুতুল প্রধানমন্ত্রী চায়’।
The ousted PM of Pakistan, Imran Khan wrote in a tweet message (in the pic above) on May 2 that, “US wants an obedient puppet as PM” while clearing the doubt about his ouster, the ‘regime change conspiracy’.
‘অ্যাজ জার্নালিজম গোওস, সো ডাজ ডেমোক্রেসি’ অর্থাৎ ‘সাংবাদিকতার অগ্রযাত্রায় গণতন্ত্রের অগ্রযাত্রা’ এটি কানাডিয়ান জার্নালিজম ফাউন্ডেশন (সিজেএফ)-এর মূলমন্ত্র, যা ১৯৯০ সালে সাংবাদিকতার উৎকর্ষতায় প্রতিষ্ঠিত। সেজন্য ‘সিজেএফ’-এর উদাহরনের কারণ, বাংলাদেশে প্রস্তাবিত গণমাধ্যম আইনটি শ্রম আইনের পরিপন্থী, সেটাই জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
‘As journalism goes, so does democracy’ is the motto of Canadian Journalism Foundation (CJF), founded in 1990 precisely to celebrate and facilitate excellence in journalism. Consequently, the justifiable reference of CJF is as a new proposed media bill contradicts labour law in Bangladesh, which has been conveyed by the Newspaper Owners’ Association of Bangladesh (NOAB).
চাঞ্চল্যকরভাবে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন মিনেসোটার ডেমোক্র্যাট দলীয় কংগ্রেশনাল প্রতিনিধি ইলহান ওমর ইসলাম বিদ্বেষ অর্থাৎ ‘ইসলামোফোবিয়া’ বিষয়ে আলোচনা করতে গত বুধবার ২০ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সদ্য আস্থা ভোটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন বানি গালায় গিয়ে সাক্ষাত করেছেন। জানা গেছে, তার এই সাক্ষাত পাকিস্তানের বর্তমান সংসদ সদস্য, রাষ্ট্রপতি আরিফ আলভি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা হওয়ার আগেই ঘটেছে।
Surprisingly the U.S. Minnesota Democratic Representative Ilhan Omar flew to Pakistan to meet the ousted Prime Minister Imran Khan on Wednesday April 20 at his home in the Bani Gala in Islamabad to discuss Islamophobia after he was ousted by a vote of no confidence.
রাশিয়ার দাবি, এটি সকলের পিলে চমকে দেবে! কারণ, তা নাকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর্ন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। গত বুধবারই তার সফল উৎক্ষেপণ হয়েছে রাশিয়ার প্লেসেটস্ক কসমোড্রোমে।
Russian President Vladimir Putin has congratulated his country’s military on the successful launch of the Sarmat intercontinental ballistic missile (ICBM), noting that this unique weapon will force everyone who tries to make threats against Russia to think twice.
প্রধানমন্ত্রীত্ব থেকে ইমরান খানের উৎখাত ভাবনারই বৈ কি? কী মনে হয়, উৎখাতকারীরা তাদের বিরুদ্ধে উদ্ভূত বিক্ষোভ সামাল দিতে পারবে? দুর্ভাবনারই বিষয়। কারণ, ২৪ ঘন্টার উপরে পর্যায়ক্রমিক দুটো টুইটে ইমরান খান লিখেছেন- ‘পাকিস্তানের জনগণকে তাদের সমর্থন ও আবেগের জন্য ধন্যবাদ, যেখানে যুক্তরাষ্ট্রের মদদে স্থানীয় মীরজাফররা ক্ষমতাসীন হয়েছে, যাদের প্রত্যেকে দুর্নীতির দায়ে জামিনে মুক্ত।
TORONTO – How do you perceive Pakistan’s political situation without PM Imran Khan? Do you think the opposition now can deal the ongoing protests against them? Apparently that is improbable.
গত ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসি-তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের মাঝে যে বৈঠক হয়েছে, তাতে মুখপাত্র নেড প্রাইস একটি বিবৃতি দিয়েছেন।
As the US Secretary of State Antony Blinken met Bangladesh Foreign Minister AK Abdul Momen on 4 April at Washington, DC, there has been readout from spokesperson Ned Price.
On Sunday Pakistan’s Prime Minister Imran Khan (in the pic above, from his Twitter profile) has indicated about toppling his government. Apparently that threat came after meeting the Russian President Vladimir Putin at the eve of waging war on Ukraine and he defied a written call for support from the western allies.
বাংলাদেশ বিমানের ঢাকা-টরন্টো এই উভয় যাত্রা পথে সবচেয়ে সুদীর্ঘ অর্থাৎ সাড়ে ১৮ ঘন্টার বিরামহীন অভিযাত্রাকে স্বাগত জানিয়েছে গ্রেটার টরন্টো এয়ারপোর্টস অথরিটি, সংক্ষেপে জিটিএএ।
TORONTO – Eventually Biman Bangladesh Airlines will be the longest haul flight from Dhaka to Toronto, a more than 18.5 hours flight both ways, which already been welcomed by the Greater Toronto Airports Authority (GTAA).
অবশেষে বাণিজ্যের পরিবর্তে সরাসরি স্মারক সফরে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান ১০০ টন জেট ফুয়েল পুড়িয়ে সর্বোচ্চ ৩৫ জন যাত্রী নিয়ে উত্তর আমেরিকার চতুর্থ বৃহত্তম নগরী কানাডার টরন্টোয় অবতরণ করতে যাচ্ছে।
TORONTO – Instead of a commercial flight, finally the national flag carrier Biman Bangladesh Airlines will land to North America’s fourth largest City of Toronto in Canada in a straight commemorative countenance with hardly 35 passengers by burning 100 tones of jet fuel.
অংশীদারিত্ব ও ঐক্যের বন্ধন সত্ত্বেও কানাডা ও আমেরিকা, অর্থাৎ সামগ্রিক ন্যাটো জোট এটা পরিস্কার করে দিয়েছে যে, তারা রাশিয়ার বিরুদ্ধে লড়তে নিজেদের সেনা ইউক্রেনে পাঠাচ্ছে না। তার পরিবর্তে পূর্ব ইউরোপে নিজ জোটের সামরিক সমাবেশ ঘটিয়েছে, যদি অকস্মাৎ যুদ্ধবিগ্রহ ইউক্রেনের সীমানা পেরিয়ে যায়।
Despite the stakes and unity, Canada along with the USA, meaning NATO as a whole have made clear they have no plan to send troops into Ukraine to fight Russia. They have instead reinforced the military alliance’s presence in the Eastern Europe, in case the conflict expands beyond Ukraine.
OTTAWA – গতকাল (২৩ ফেব্রুয়াারি) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন এক সপ্তাহ আগে বিক্ষোভরত ট্রাকবহর প্রতিরোধে আরোপিত জরুরি বিধি, যার মেয়াদ ৩০ দিন বলবৎ থাকার কথা ছিল, সেটি প্রত্যাহারে সরকারি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
OTTAWA – Yesterday Prime Minister Justin Trudeau said his government will take steps to end the use of the Emergencies Act after it was invoked just over a week ago, even though it was set to expire after 30 days, in response to the ongoing trucker convoy blockades and protests.
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশবাসীর সুরক্ষা, জনগণের কর্মসংস্থান ও প্রতিষ্ঠানসমূহের প্রতি আস্থা বজায় রাখতে তার দেশের প্রাদেশিক ও আঞ্চলিক সরকারকে রাজপথে ‘ফ্রিডম কনভয়’ নামক প্রতিবন্ধকতা ও অবরোধ প্রতিহতে জরুরি ধারা ঘোষণা করেছেন। …
OTTAWA – Canadian Prime Minister Justin Trudeau has invoked the Emergencies Act to supplement Provincial and Territorial capacity to address the blockades and occupations by the ‘Freedom Convoy’ in keeping Canadians safe, protecting people’s jobs and restoring confidence on institutions.
সামরিক বিশেষজ্ঞদের মতে, শান্তিতে নোবেলজয়ী দালাই লামার অনুসারী যারা ভারতে আশ্রয় নিয়েছেন, অর্থাৎ যারা উঁচু পাহাড়ে যুদ্ধেপারঙ্গম সেই তিব্বতী ‘চুশি গ্যাংদ্রুক’ গেরিলা বাহিনীর প্রায় সাড়ে ৩ হাজার তিব্বতী শরণার্থী নিয়ে গঠিত ভারতীয় সেনাবাহিনীর গোপন ইউনিট হচ্ছে ‘স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স’, সংক্ষেপে ‘এসএফএফ’। ১৯৬২ সালে ভারত ও চীনের যুদ্ধের পরই এই বাহিনীটি গড়ে তোলা হয়।
According to Army experts, about 3,500 followers of Nobel Peace laureate Dalai Lama, who took refuge in India, mainly guerillas of high altitude warfare from the Tibetan ‘Chushi Gangdruk’, are known as India’s Secret Frontier Force (SFF). This unit was established right after the war of 1962 between India and China.
নির্বাচন কমিশন গঠন বিষয়ে ১৯৭২ ও চলতি বাংলাদেশ সংবিধানের সাকুল্যে ২-৩ পৃষ্টায় রচিত মোট ৯ ধারায় অর্থাৎ ১১৮-১২৬ এর মাঝে ১১৮(১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন।’
Both 1972 and current Bangladesh Constitution has outlined the forming of Election Commission in a barely written 2-3 pages with 9 articles within 118-126, where 118 (1) says that, “There shall be an Election Commission for Bangladesh…, subject to the provisions of any law made in that behalf, be made by the President.”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তার সাম্প্রতিক এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠায় সম্পন্ন ষষ্ঠ সফরের উপর গত শুক্রবার কংগ্রেসের এক শুনানিতে বাংলাদেশে সম্ভাব্য ইসলামি সন্ত্রাসী গ্রুপ আইএসআইএল ও দায়েসের উত্থান নিয়ে মন্তব্য করেছেন। এ সময় তাকে প্রশ্ন করেন কংগ্রেসের স্মল বিজনেস কমিটির চেয়ার এবং ওয়াইয়ো অঙ্গরাজ্যের প্রথম কংগ্রেসোনাল ডিস্ট্রিক্টের রিপাবলিকান প্রতিনিধি স্টিভেন জোসেফ চাবট।
The U.S. Secretary of State, Antony Blinken has remarked about Islamic terrorist groups like ISIL and Daesh can potentially take root in Bangladesh in a U.S. Congressional hearing on his recent rebalance visit to the sixth Asia Pacific region held on Friday as questioned by the House Small Business Committee Chair and State of Ohio’s first congressional district representative from the Republican Party, Steven Joseph Chabot.
গত মঙ্গলবার শর্ট ট্র্যাক স্পিড স্ক্যাট চ্যাম্পিয়নশীপে দুইবারের সাবেক টিম ইউএসএ উইন্টার অলিম্পিয়ান ও প্যানসেলভেনিয়া অঙ্গরাজ্যের বার্কস কাউন্টির অধিবাসী অ্যালিসন বেভার যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি কোর্টে তার বিরুদ্ধে আনীত ফেডারেল চার্জসমূহ অস্বীকার করেছেন।
A two time former Team USA Winter Olympian in short track speed skate championship and native of Pennsylvania’s Berks County, Allison Baver has pleaded not guilty to federal charges last Tuesday in a court in Salt Lake City, Utah, USA.
মানবাধিকার বিষয়ক ১২টি সংগঠনের সম্মিলিত জোট জাতিসংঘের উপ-মহাসচিব জ্যঁ-পিয়ের লেকরো বরাবরে প্রেরিত এক পত্রে জাতিসংঘ শান্তি মিশন থেকে বাংলাদেশের আধাসামরিক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-কে পরিহারের আহ্বান জানিয়েছে, যা জনসমক্ষে ২০ জানুয়ারি হিউম্যান রাইটস
ওয়াচের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে।
A coalition of 12 human rights organizations have appealed in a letter to the UN under Secretary General Jean-Pierre Lacroix about the United Nations Department of Peace Operations should ban Bangladesh’s paramilitary Rapid Action Battalion (RAB) from its deployment, made public on January 20 through the Human Rights Watch (HRW) website.
সুইজারল্যান্ডের আইকিউএয়ার-এর তথ্যের ভিত্তিতে প্রণীত ২০২০ সালের বিশ্ব বায়ুদূষণ প্রতিবেদনে দক্ষিণ ও পূর্ব-এশিয়ার অঞ্চলগুলো সর্বাধিক দূষিত বলে প্রদর্শিত। তাতে বিশ্বের ৫০টি শহরের মাঝে বাংলাদেশ, চীন, ভারত ও পাকিস্তানেরই ৪৯টি শহর অন্তর্ভুক্ত, ঢাকা শহর সেখানে দ্বিতীয়; যদিও বৈশ্বিকভাবে জলবায়ুর তাপমাত্রা বৃদ্ধিতে বনে অগ্নিকান্ড ও ধূলিঝড় ও চাষাবাদ রীতি বহুলাংশে সংশ্লিষ্ট।
Relying on Swiss IQAir’s information platform, the 2020 World Air Quality Report shows, South and East Asian locations emerge as the most polluted globally. Among them Bangladesh, China, India, and Pakistan share 49 of the 50 of the most polluted cities worldwide, Dhaka as second worst ranking, while wildfires and dust storms linked to increasing global temperatures as part of climate change as well as agricultural practices.
সম্প্রতি যুক্তরাষ্ট্রে মানবদেহে শূকরের হৃদপিন্ড প্রতিস্থাপনের ক্ষেত্রে সর্বপ্রথম বিশ্বে যে বিজ্ঞানী অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন, তিনি পাকিস্তানে জন্মগ্রহণকারী করাচীর ডও মেডিক্যাল কলেজের এমবিবিএস ডাক্তার মুহাম্মদ মনসুর মহিউদ্দিন। একই সঙ্গে তিনি ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের স্কুল অব মেডিসিনের কার্ডিয়াক জেনোট্রান্সপ্ল্যান্টেশন কার্যক্রমেরও সহ-প্রতিষ্ঠাতা পরিচালক।
The scientist behind the recent landmark success story in the world of first transplanting the pig heart into human in the United States is Dr. Muhammad Mansoor Mohiuddin, a Pakistani-born MBBS doctor of Dow Medical College of Karachi as well as co-founding director of the Cardiac Xenotransplantation Program at the University of Maryland School of Medicine.
করোনা প্রতিরোধের মাঝেই দ্বিমাত্রিক করোনা ও ইনফ্লুয়েঞ্জা সংমিশ্রিত সংক্রমণ জীবাণু ইসরাইলের রাবিন মেডিকেল সেন্টারে এক গর্ভবতী নারীর দেহে পাওয়া গেছে।
Amid struggle with Corona, the first case Flurona has been found in a pregnant woman at the Rabin Medical Centre in Israel, which is a double infection of corona and influenza.
বিপুল বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তন ও ২০১১ সালে জাপানে সংঘটিত বিপর্যয়ে জার্মানি তাদের শেষ তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এ বছর শেষে বন্ধ করতে যাচ্ছে এবং তাতে সরবরাহ ঘাটতি ঘটবে না বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
Due to substantial pollution, climate change and 2011 disaster in Japan, Germany is shutting down its last three nuclear power plants end of this year, which will not cause supply shortages, according to researchers.
In a week apart both China and the United States of America have launched “Democracy” conferences. Apparently not invited to President Biden’s democracy summit; China had its propaganda blitz.
চীন ও বাংলাদেশ আমন্ত্রণের বাইরে থাকলেও পাকিস্তান আমন্ত্রিত হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্র সম্মেলনে যোগ দেয়নি। আপাতদৃষ্টিতে দায়িত্বভার গ্রহণের পর প্রেসিডেন্ট বাইডেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে কোনো ফোন কল দেননি। গত বুধবার পাকিস্তান সরকারের পক্ষে ইসলামাবাদ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রনে ‘কৃতজ্ঞ’। (more…)
As China and Bangladesh were not invited to the US President Joe Biden’s Summit for Democracy, Pakistan did not join being invited. Apparently Pakistan’s Prime Minister Imran Khan did not receive any phone call since President Biden has taken office. The Pakistan government has chosen not participate, but Wednesday Islamabad said that it was “thankful” to the US government for the invite. This summit is being held for the first time on 8-10 December, with countries participating virtually. (more…)
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠার শতবর্ষ উদ্যাপন করবে, কেননা ১৯২১ সালের ১ জুলাই তার সূচনা ঘটে। এটির পৃষ্টপোষকেরা, বিশেষত নবাব স্যার খাজা সলিমুল্লাহ ৬০০ একর ভূমি বরাদ্দ দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম ও আবাসিক মডেলের আদলে তা গড়ে তোলেন। (more…)
The Dhaka University celebrates its centenary this year as it opened its doors on July 1, 1921. Its patrons particularly, Nawab Sir Khwaja Salimullah by donating 600 acres of land, steered the new institution with Oxford University’s academic model of a residential institution where the students would primarily live in the campus. (more…)
গত শনিবার রয়টার্সের খবরে প্রকাশ, পূর্ব মেক্সিকোয় দুটি ট্রাকের পেছনে ৬০০ লোককে লুকায়িত অবস্থায় পাওয়া গেছে, যাদের মাঝে ৩৭ জনই বাংলাদেশি, সে কথা স্বয়ং জানিয়েছে রাষ্ট্রের ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম)। এরা সবাই দারিদ্র্যতা ও সহিংসতা থেকে মুক্তি পেতে যুক্তরাষ্ট্রের পথে রওয়ানা হয়েছিলেন। (more…)
Last Saturday Reuters reported that, migrants from 12 countries were among 600 people found hidden in the back of two trucks in eastern Mexico, among which 37 are all from Bangladesh, the government’s National Migration Institute (INM) has disclosed. (more…)
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হলেও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো নানাবিধ
অপরাধের আখড়ায় পরিণত হচ্ছে। (more…)
Despite Bangladesh government denies, but most Rohingya camps in Cox’s Bazar in
the country become the focal point of various crime. (more…)
যুক্তরাজ্যের গ্লাসগোয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬ সমঝোতায় শেষ হতেই গত ১৬ নভেম্বর অতি গুরুত্বে গার্ডিয়ান পত্রিকায় ‘এ ৩০০ পাউন্ড মনসুন-বাস্টিং হোম: দ্য বাংলাদেশি আর্কিটেক্ট ফাইটিং এক্সট্রিম ওয়েদার’ শিরোনামে স্থান করে নিয়েছে দক্ষিণ এশিয়া থেকে প্রথম ২০২১ সালের সন্মানপূর্ণ সোয়েন মেডাল প্রাপ্ত বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাস্সুম উদ্ভাবিত জলবায়ু পরিবর্তনের শিকার মানুষের জন্য স্থানান্তরযোগ্য ক্ষুদে বাড়ী প্রকল্প। (more…)
As the UN Climate Change Conference COP26 just ended in a compromised deal in Glasgow in the United Kingdom, Bangladeshi architect Marina Tabassum, who won the 2021 prestigious Soane medal among the first architect from the global south for her design of Khudi Bari, a modular mobile house for the climate victims, appeared as ‘A £300 monsoon-busting home: the Bangladeshi architect fighting extreme weather’ in the Guardian newspaper on November 16.
In her words, Marina says, “As architects we have a responsibility to these people. The construction industry contributes half of all global emissions, but the people being affected by sea-level rise in the coastal areas have zero carbon footprint.”
Founding Marina Tabassum Architects in 2005, she embarked on a project called Bait ur Rouf mosque in northern Dhaka that gave her international prominence 11 years later for winning the Aga Khan award. Currently they are working in the Cox’s Bazar, home to 1.2 million Rohingya Muslims fled from ethnic persecution in neighboring Myanmar. Tabassum and her team have been designing food distribution outlets and women’s centres – for both the camp and its host community – aiming to create a more dignified experience than the usual tents for receiving handouts.
In the pic (from Sir John Soane’s Museum’s Twitter profile – @SoaneMuseum), Marina Tabassum
২৪ ঘন্টারও বেশি সময় পেরিয়ে যাবার পর শনিবার গ্লাসগোর আলোচিত জলবায়ু ‘কপ২৬’ সম্মেলনে সমঝোতা ঘটেছে, যেখানে রোষে অনুপস্থিত চীনের সভাপতি এবং কয়লা প্রচলনে ভারতের সংশোধিত ভাষা ব্যবহারের কারণে স্বাগতিক ব্রিটেনের সভাপতি অলোক শর্মা ওই পরিণতিতে ‘বিফল অশ্রুবিয়োগ’ করেছেন। (more…)
A new global climate deal has been agreed at COP26 in Glasgow on Saturday after talks overran over 24 hours, but it prompted fury after China, whose president did not attend, and India forced a last-minute change over the language about coal, where Britain’s president of the conference Alok Sharma ‘fought back tears’ as he apologized for a last-minute change. (more…)
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘ইউএনডিইএসএ’ কর্তৃক ৫ নভেম্বর প্রকাশিত ২০২০-২১ সালের ১৩২ পৃষ্টার রিপোর্টে বাংলাদেশ ‘টেকসইপূর্ণ অর্থায়ন নিশ্চিত করতে পেরেছে’ বলে উল্লেখ রয়েছে। (more…)
As released on November 5, the UNDESA (United Nations Department of Economic and Social Affairs) in its 132 pages report for 2020-21, highlighted Bangladesh’s progress through ‘ensuring sustainable financing.’ (more…)
সড়ক দুর্ঘটনায় ১৭ বছর বয়সী বার্চমাউন্ট পার্ক কলেজিয়েট ইনস্টিটিউটের দ্বাদশ শ্রেণির ছাত্রী নাদিয়া মজুমদারের অকাল মৃত্যুতে টরন্টোর বাংলাদেশি কমিউনিটি গভীর শোকাভিভূত। স্থানীয় সময় গত মঙ্গলবার অপরাহ্নের কিছু আগে স্কুলের নিকটবর্তী বার্চমাউন্ট ও ডেনফোর্থ সংযোগস্থল (more…)
TORONTO – The 17-year-old 12 grade student from Bangladeshi community in Toronto, Nadia Mozumder, who struck by a minivan nearby her school, Birchmount Park Collegiate Institute while crossing the intersection of Birchmount and Danforth, died on the way to hospital last Tuesday. (more…)
পঞ্চাশের কাছাকাছি বয়সী শিক্ষক মহিবুল্লাহ হয়ে ওঠেছিলেন আন্তর্জাতিক সভা-সম্মেলনে মুসলিম জাতিসত্তা গোত্রের একজন প্রতিনিধিত্বশীল উদ্বাস্তু মুখপাত্র। ২০১৯ সালে ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত বিষয়ে এই নেতা তদানীন্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে মায়ানমারে চলমান রোহিঙ্গাদের নিপীড়ন-নিষ্পেষনের আর্তিটি তুলে ধরেন, যে কারণে এ যাবত তাদের কমপক্ষে ১১ লাখ মানুষ বাংলাদেশে মানবেতর পর্যায়ে আশ্রিত। অথচ গত বুধবার শেষ বেলায় অত্যন্ত দুঃখজনকভাবে এই নেতাকে আততায়ীরা খুন করেছে, যা কানাডাসহ বিশ্বের অপরাপর গণমাধ্যমে জায়গা করে নিয়েছে।
Mohib Ullah, who at his 40s, was a teacher and emerged as a key refugee leader and a spokesman representing the Muslim ethnic group in international meetings. He visited the White House in 2019 for a meeting on religious freedom with then-President Donald Trump and spoke about the suffering and persecution faced by Rohingya in Myanmar, in which over the years already 1.1 million of them taken shelter inhuman way in Bangladesh. Miserably, he has been shot dead in a camp in Bangladesh by unknown gunmen late Wednesday that came to the international spotlight, including in the Canadian media. (more…)
জরিপের পূর্বাভাস অনুযায়ী ‘মহামারিকালীন নির্বাচন’ ডেকে কানাডায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকার সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে ১৭০ আসন অর্জনে ব্যর্থ হয়েছে, তাতে বিশ্লেষকদের ধারণা ১৮ মাসের মাঝে আরেকটি নির্বাচন হতে পারে, যদি পুনরায় এনডিপি’র সঙ্গে জোটবদ্ধতা বিফল যায়। (more…)
TORONTO – As projected in earlier surveys, the incumbent Liberal government under PM Justin Trudeau in Canada has failed to secure 170 seats for a majority government in ‘pandemic election’, instead landed into a minority, and analysts think another election may loom within 18 months, if repeated coalition fails with NDP. (more…)
২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কানাডার ৪৪তম সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো সর্বাধিক ৮ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মূলধারার তথা লিবারেল, কনজারভেটিভ, এনডিপি ও গ্রীন পার্টি থেকে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। (more…)
TORONTO – First time ever a record 8 (eight) Bangladeshi-born candidates are contesting in the 44th general election in Canada to be held on September 20. They have been nominated by Canada’s mainstream political parties, such as, Liberal, Conservative, NDP and Green Party. (more…)
কেন্দ্রীয় লিবারেল তাদের টরন্টোর স্পাদাইনা-ফোর্ট ইয়র্ক রাইডিংয়ে মনোনীত প্রার্থী কেভিন ভং-কে পরিত্যাগের ঘোষণা দিয়েছে, এমনকী সে সোমবার নির্বাচিত হলেও তাকে লিবারেল ককাসে স্থান দেবে না বলে আজ সকালে জানিয়েছে। কারণ, টরন্টো স্টার তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে কেভিনের বিরুদ্ধে ২০১৯ সালে এক নারীকে যৌন হয়রানির মামলাটি জনসমক্ষে তুলে ধরে, যা পরে অবশ্য সেই নারী ‘আগ্রহ হারিয়ে ফেলায়’ সরকার পক্ষ থেকে তা বাদ দেয়া হয়, যদিও সেই নারী এখনও তার ঘটনার সত্যতার বিষয়ে অবিচল রয়েছেন। (more…)
TORONTO – The federal Liberals have dropped their nominated candidate, Kevin Vuong in the downtown Toronto riding of Spadina-Fort York, and he will not be a member of their party’s caucus if he is elected Monday, after the Toronto Star revealed that he was charged with sexual assault of a woman in 2019, who actually told the Crown prosecutor in the case that she “didn’t have the energy” to proceed with a trial process but maintained her allegations are true. (more…)
২০ সেপ্টেম্বর সংখ্যাগরিষ্ঠ সরকারের আকাঙ্খায় ডাকা নির্বাচনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্ভাব্য পরাজয়ের মুখে রয়েছেন, যাকে ঐতিহাসিকভাবে নির্বাচন কর্তৃপক্ষ ৬১০ মিলিয়ন ডলারের সর্বাধিক ব্যয়বহুল অর্থাৎ ২০১৯ সালের নির্বাচনের তুলনায় ১০০ মিলিয়ন ডলার বেশি প্রাক্কলন করেছে। কিন্তু ট্রুডো তাতে কোভিড-১৯ মোকাবেলায় তার প্রধান প্রতিপক্ষকে দোষারোপ করেছেন। (more…)
TORONTO – A majority government hoping Canadian PM Justin Trudeau faces now a possible defeat in a snap election called on September 20, which election authority earmarked as most expensive in history with a price tag of $610 million, that’s $100 million more than the 2019 election. But, Trudeau defended his decision and said his main rival would undermine the fight against COVID-19. (more…)
গত সোমবার এখানকার লন্ডনে এক নির্বাচনী প্রচার শেষে বাসে উঠার সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উপর পাথরকুচি নিক্ষেপ করা হয়েছে। ওই ঘটনার ভিডিও সিটিভি নিউজ তার ওয়েবসাইটে প্রচার করেছে। (more…)
LONDON (Canada) – Canadian Prime Minister Justin Trudeau was hit by some gravel on Monday while boarding a campaign bus here in London. The video of the incident was released on the CTV website. It shows that part of the handful of small stones fell into the prime minister and his guards. (more…)
গত বৃহস্পতিবার কানাডায় চার প্রধান রাজনৈতিক দলের শীর্ষনেতৃবৃন্দ তাদের ফরাসি ভাষায় অনুষ্ঠিত প্রথম বিতর্কে মুখোমুখি হয়েছেন, তাতে কে পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তার আভাসটি প্রতিভাত। (more…)
The party leaders appeared on stage for the first time Thursday in a French-language debate that could very well decide who is Canada’s next prime minister. (more…)
ব্রিটিশ সাংবাদিক এবং বাংলাদেশের একুশে টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও যমুনা টেলিভিশনের উপদেষ্টা সাইমন ড্রিংয়ের প্রয়ান ঘটেছে। বিলম্বে প্রাপ্ত সংবাদে জানা গেছে, গত শুক্রবার তিনি রোমানিয়ার একটি হাসপাতালে পাকস্থলীর অস্ত্রোপচারের প্রস্তুতিকালীন হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। (more…)
A British journalist and former managing director of Ekushey TV and advisor to Jamuna TV in Bangladesh, Simon Dring (in the pic) has died on Friday in late news relayed while undergone for an abdominal surgery at a Romanian hospital while he suffered a massive heart attack and was not revived. (more…)
ইসরাইলি কোম্পানি এনএসও গ্রুপ কর্তৃক উদ্ভাবিত সর্বাধিক ক্ষমতাসম্পন্ন গোয়েন্দা তদারকির স্পাইওয়্যার ‘প্যাগাসাস’-এর কথা আন্তর্জাতিক গণমাধ্যমে উন্মোচিত হয়েছে। সেটি একটি ফোনকে ২৪ ঘন্টার তদারকি কাজে নিয়োজিত করতে পারে। (more…)
A most powerful spyware as “Pegasus” ever has been developed by the Israeli company, NSO Group. It has the capability of turning a phone into a 24-hour surveillance device. It can copy messages you send or receive, harvest your photos and record your calls. (more…)
গত সপ্তাহে ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানা গেছে যে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শ্রীলঙ্কা সর্বাধিক দেনার কবলে নিমজ্জিত, যা পাপুয়া নিউগিনি, কাজাকিস্তান, মঙ্গোলিয়া, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার অবস্থানকে অতিক্রম করবে। (more…)
The Bloomberg reported last week that Sri Lanka was the highest default risk in the Asia-Pacific, overtaking Papua New Guinea, Kazakhstan, Mongolia, Pakistan, Malaysia and Indonesia. The news agency’s “debt default probability” scale now rates Sri Lanka at almost 28 percent, up from 13 percent six months ago. (more…)
দুঃখজনকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ), যা ১৯৪২ সাল থেকে ৪৫টি ভাষায় সপ্তাহে স্যাটালাইট, ক্যাবল, এফএম ও মিডিয়াম ওয়েভে আড়াই হাজারেরও বেশি নেটওয়ার্ক স্টেশনের মাধ্যমে ২৮ কোটি মানুষের কাছে পৌঁছায়, তা ১৩ জুলাই, ২০২১ পরিবেশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের অতি সমৃদ্ধ বাংলা বেতার সম্প্রচার বন্ধ করতে যাচ্ছে বলে জানিয়েছে। (more…)
Sadly the largest U.S. international broadcaster, Voice of America (VOA) which provides news and information in 45 languages to an estimated audience of more than 280 million people weekly through its satellite, cable, FM and MW on a network of more than 2,500 affiliate stations since 1942, has shut down its most enriched Bangla radio broadcast service in a press release distributed on July 13, 2021. (more…)
Toronto, July 14: Another mass grave has been found near a closed residential school on Kuper Island in British Columbia. The Penelakut tribe in the area said the mass grave was found near a school known as Kuper Island Indian Industrial School. According to the Penelukat community, 160 unmarked graves have been found there. The school was reportedly open from 1890 to 1975. (more…)
টরন্টো, জুলাই ১৪: ব্রিটিশ কলোম্বিয়ার নিকটবর্তী কুপার দ্বীপে অবস্থিত একটি বন্ধ হয়ে যাওয়া আবাসিক স্কুলের কাছে এই গণকবরের সন্ধান পাওয়া গেছে। ওই অঞ্চলের পেনেলাকুত উপজাতি বিষয়টি প্রকাশ করে জানায়, কুপার আইল্যান্ড ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্কুল নামে পরিচিত একটি স্কুলের কাছে এই গণকবর পাওয়া গেছে। (more…)
Toronto, July 6: The international press advocacy organization, Reporters Without Borders (RSF) is planning to publish a gallery of grim portraits of 37 heads of state or government who crack down massively on press freedom. Some of these “predators of press freedom” have been operating for more than two decades while others have just joined the blacklist, which for the first time includes two women and a European predator. (more…)
টরন্টো, জুলাই ৬: আন্তর্জাতিক গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী রিপোটার্স উইদআউট বর্ডার্স (আরএসএফ) স্বাধীন গণমাধ্যমের উপর ন্যাক্কারজনক হস্তক্ষেপের বিবেচনায় ৩৭ জন রাষ্ট্র ও সরকার প্রধানের চিত্র সংবলিত গ্যালারি প্রকাশ করতে যাচ্ছে। ওই তালিকার কিছু ব্যক্তিত্ব ‘প্রিডেটর্স অব প্রেস ফ্রিডম’ হিসেবে গত দুই দশক ধরে ক্ষমতাসীন রয়েছেন এবং অপরাপররা ওই তালিকাভুক্ত হয়েছেন, তাতে দুই নারীসহ ইউরোপের একজন প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন। (more…)
নেদারল্যান্ড ভিত্তিক শ্রমাধিকার সংগঠন ক্লিন ক্লথস ক্যাম্পেইন তাদের মর্মস্পর্শী নতুন এক প্রতিবেদনে জানিয়েছে যে, কোভিড-১৯ মহামারিতে বাংলাদেশ, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ায় এইচঅ্যান্ডএম, নাইকি ও প্রাইমার্ক তাদের গার্মেন্ট শ্রমিকদের যথেচ্ছ বঞ্চিত করে চলেছে। এই সকল দেশে ৪৯ জন গার্মেন্ট শ্রমিককে মহামারি চলাকালীন পরিস্থিতিতে কতোটা মজুরি, কর্মপরিবেশ ও শ্রমাধিকার বঞ্চিত করা হয়েছে তারই মর্মস্পর্শী চিত্র ওই প্রতিবেদনে ফুটে ওঠেছে। (more…)
In a hard-hitting new research report, the Nederland based Clean Clothes Campaign finds that H&M, Nike and Primark have driven factory workers in their supply chains in Bangladesh, Cambodia and Indonesia into desperation during the COVID-19 pandemic. Interviews conducted with 49 garment workers in these countries demonstrate that the Coronavirus-induced crisis continues to have a devastating impact on the wages, working conditions, and labor rights of garment workers. (more…)
জোডি উইলসন-রেবল্ডের আবাসিক স্কুল ও আদিবাসী অধিকার সংক্রান্ত উদ্বেগটি যে নিছক ‘পেনসন’ পাওয়া নিয়ে, এমন মন্তব্যের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলতেই গতকাল কানাডার আদিবাসী সম্পর্ক বিষয়ক মন্ত্রী ক্যারোলিন বেনেট ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হলেন। (more…)
Canada’s Indigenous Relation Minister, Carolyn Bennett apologized publicly to an Indigenous MP yesterday after suggesting Jody Wilson-Raybould’s concern over residential schools and Indigenous rights was really a ploy to secure a generous MP pension. “Earlier I offered my apologies directly to the MP for Vancouver-Granville. I let interpersonal dynamics get the better of me and sent an insensitive and inappropriate comment, which I deeply regret and shouldn’t have done,” Minister Bennett said in a Twitter post (in the screenshot above). (more…)
টরন্টো, জুন ২৫: গতকাল সাবেক মেরিভাল ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের নিকটবর্তী কবরস্থানের ভুগর্ভে প্রাথমিকভাবে ৭৫১টি চিহ্নহীন কবর উদঘাটনের সংবাদ দিয়েছেন কাউয়েসেস ফার্স্ট নেশন প্রধান ক্যাডমাস ডেলর্ম। যা ছিল সাসকাচুয়ান প্রদেশের রাজধানী রেজাইনা থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে কাউয়েসেস এলাকায় ১৮৯৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত পরিচালিত একটি স্কুল। এই স্কুলে দক্ষিণপূর্ব সাসকাচুয়ান ও দক্ষিণপশ্চিম ম্যানিটোবার ফার্স্ট নেশন পরিবারের সন্তানদের পাঠানো হত। কিন্তু সত্তর দশকে ফার্স্ট নেশন সেটির কবরস্থানের দায়িত্বভার ক্যাথলিক চার্চ থেকে বুঝে নেয়। (more…)
Toronto, June 25: The Cowessess First Nation announced a preliminary finding yesterday of 751 unmarked graves at a cemetery near the former Marieval Indian Residential School. This school was operated from 1899 to 1997 in the area where Cowessess is now located, about 140 kilometres east of Regina. Children from First Nations in southeast Saskatchewan and southwestern Manitoba were sent to the school. But, the First Nation took over the school’s cemetery from the Catholic Church in the 1970s. (more…)
টরন্টো, জুন ২৫: অন্টারিও প্রদেশের লন্ডনে মুসলিম বিদ্বেষী ট্রাক হামলার হোতা ২০ বছর বয়সী নাথানিয়াল ভেল্টম্যানের (in the pic) বিরুদ্ধে সর্বশেষ সন্ত্রাসী অভিযোগ যুক্ত করার এক সপ্তাহ পর গত ২১ জুন কোর্টে সে সংক্ষিপ্ত হাজিরা দিয়েছে। ইতিমধ্যে আফজাল পরিবার হত্যায় তার বিরুদ্ধে চার কাউন্টের ফার্স্ট ডিগ্রি মার্ডার এবং এক কাউন্টের অ্যাটেম্পটেড মার্ডার চার্জ দাখিল করা হয়েছে, যেখানে হত্যাযজ্ঞের শিকার পরিবারের একমাত্র শিশু বালকটি কোনোক্রমে প্রানে বেঁচে গেছে। (more…)
Toronto, June 25: Nathaniel Veltman, the 20 year old man has been accused of targeting Muslims in a deadly vehicle attack in London, Ontario made his last brief appearance in court on June 21 morning one week after his charges were upgraded, which now included terrorism charges. Already he is facing four counts of first-degree murder, and one count of attempted murder in the attack that left four members of the Afzaal family (in the pic) dead and a young boy injured. (more…)
টরন্টো, জুন ২১: গতকাল বিশ্ব শরণার্থী দিবসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা প্রত্যাবাসনকে ঘিরে মায়ানমার বিষয়ে গৃহীত সিদ্ধান্তে বাংলাদেশ ‘অতিমাত্রায় হতাশ’ হয়েছে, কেননা তা ততোটা ফলপ্রসূ প্রস্তাবনা তুলে ধরতে পারেনি। (more…)
Toronto, June 21: Bangladesh has expressed “deep disappointment” over the new United Nation General Assembly (UNGA) resolution on Myanmar as it failed to recommend actions on repatriation of the Rohingyas, as it observed World Refugee Day yesterday. (more…)
টরন্টো, জুন ১৮: গতকাল অপরাহ্নে অন্টারিও প্রদেশের কিংস্টনে দুই মুসলিম নারী ঘৃণাজনিত বিদ্বেষের শিকার হয়েছেন বলে জানিয়েছে গ্লোবাল নিউজ টেলিভিশন। (more…)
Toronto, June 18: A verbal racist attack against two Muslim women took place in Kingston of Ontario, reports Global News yesterday afternoon. (more…)
টরন্টো, জুন ১৮: গোল্ডম্যান ইনভায়রোনমেন্টাল ফাউন্ডেশন মালাউয়ি, ভিয়েতনাম, বসনিয়া ও হারজেগোভিনা, জাপান, যুক্তরাষ্ট্র এবং পেরু থেকে বাছাইকৃত তৃণমূল পর্যায়ের ছয়জন পরিবেশকর্মীকে গোল্ডম্যান ইনভায়রোনমেন্টাল প্রাইজ ২০২১ সন্মানে ভূষিত করেছে। এতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে জেন ফন্ডার উপস্থাপনায় সঙ্গীত জগতের লেনি ক্রাভিটজ্্, বাবা মাল, নেডলভু ইয়ুথ কোয়ার ও সিগোরনে উইভার ছাড়াও উগান্ডার পরিবেশবাদী ভেনেসা নেকেট উপস্থিত ছিলেন। (more…)
Toronto, June 18: The Goldman Environmental Foundation has announced six recipients of the 2021 Goldman Environmental Prize among grassroots environmental activists from Malawi, Vietnam, Bosnia and Herzegovina, Japan, the United States and Peru. It has been announced in a virtual ceremony with featuring Jane Fonda as host, musical guests Lenny Kravitz, Baaba Maal, and the Ndlovu Youth Choir, with Sigourney Weaver and a special appearance from Ugandan climate activist Vanessa Nakate. (more…)
প্রকাশিত এক প্রতিবেদনে নৈতিক কমিশনার মারিও ডিওন বলেছেন, এমপি ইয়াসমিন রাতানসি লিবারেল ককাসের সদস্য থাকাকালীন নিজের দত্তক বোনকে সংসদীয় কার্যালয়ে দীর্ঘকালীন চাকুরি দিয়ে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট অ্যাক্ট’ ভঙ্গ করেছেন। (more…)
In a report released on June 15, the Ethics Commissioner Mario Dion says MP Yasmin Ratansi (in the pic) has violated the Conflict of Interest Act while she was a member of the Liberal caucus by employing her foster sister in her constituency office for years. (more…)
টরন্টো, জুন ১৬: নুনাভাট সংসদীয় আসনের এনডিপি দলীয় এমপি, মুমিলাক কাক্কাক সংসদে দেয়া তার বিদায়ী ভাষণে আদিবাসীদের শোষনের মাধ্যমে কানাডার প্রতিষ্ঠা, যার ইতিহাসে ‘রক্তের দাঁগ লেগে আছে’ বলে জানিয়েছেন। (more…)
Toronto, June 16: Mumilaaq Qaqqaq, the New Democrat MP for Nunavut, used the opportunity to blast Canada as a country built on the oppression of Indigenous People and whose history is “stained with blood” as delivered her official farewell speech to the Parliament (watch it here). She said, “People like me don’t belong here in the federal institution. The reality is that this institution and the country have been created off the backs, trauma and displacement of Indigenous People.” (more…)
অন্টারিও প্রদেশের লন্ডন শহরের হাইড পার্ক রোড ও সাউথ ক্যারেজ রোডের সংযোগস্থলে পিক-আপ ট্রাক চাপায় উদ্ভূত হত্যার অভিযোগে অভিযুক্ত নাথানিয়াল ভেল্টম্যান সম্পর্কে সিবিসি নিউজকে তার প্রতিবেশী জানিয়েছেন, সে নিজে অর্ন্তমুখী হলেও তার ডাউনটাউনের অ্যাপার্টমেন্টে সব সময় উচ্চ শব্দের জটলা শোনা যেত। (in the pic above, Afzaal family and, on the right, Nathaniel Veltman) (more…)
Nathaniel Veltman, the man facing murder charges in the truck attack of a Muslim family at the intersection of Hyde Park Road and South Carriage Road in London, Ontario has left no traces on social media about his life, but a neighbor who spoke to CBC News said while the 20-year-old kept to himself, he’d have frequent and noisy gatherings in his downtown apartment. (more…)
একজন মানুষের ঘৃণ্যকর্মে চারটি জীবনাবসান ও একটি জীবন চিরতরে পাল্টে যাওয়াকে ঘিরে বহুধর্মীয় কয়েক হাজার মানুষ বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি অন্টারিও প্রদেশের লন্ডন শহরে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় সুদীর্ঘ পদযাত্রার পাশাপাশি ইসলামোফোবিয়া অবসানের দাবি জানিয়েছে। (more…)
As four lives ended and one life forever changed because of one man’s heinous act, thousands of people marched through the streets of London, Ontario on Friday evening at 7 pm in a multi-faith rally to honor the victims killed in an anti-Muslim attack earlier this week and call for the end of racism and Islamophobia. (more…)
বাংলাদেশে আগের সহজ হিসেবটি বদলে যাচ্ছে। এতে ভারতে শনাক্ত ডেল্টা ভ্যারিয়েন্ট এখন গ্রামগুলোতে ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরাই বলেছেন, যে গতিতে সংক্রমণ হচ্ছে তা এক পর্যায়ে নিয়ন্ত্রণহীন হতে পারে। সীমান্তের আশপাশের ৩২ জেলার পরিস্থিতি প্রায় এক। স্বাস্থ্য দপ্তর মনে করেছিল, বাংলাদেশে করোনা শহর কেন্দ্রীক এবং গ্রামগুলোতে এতোটা ছড়াবে না। এখন তারাই বলছেন, পরিস্থিতি ভয়াবহ। (more…)
The previous simple calculation is changing in Bangladesh. The delta variant identified in India is now spreading in its villages. Experts say the speed at which the infection is spreading may be out of control at some point. This situation is almost the same in the 32 districts around the border area. The health department thought that corona in Bangladesh would not be so prevalent in villages than urban areas. Now they say the situation is dire. (more…)
Toronto, June 10: More than 300 people attended a candlelight vigil at the Regent Park last night to remember the hundreds of children whose remains were found buried at a former residential school as well as four Muslims who were run down and killed in London by a truck Sunday evening in what police say was a hate-motivated attack. Thus, all speakers denounce Islamophobia and urge action to defeat anti-Muslim hate and all forms of discrimination among people. (more…)
টরন্টো, জুন ১০: গত রাতে রিজেন্ট পার্কে তিন শতাধিক মানুষ মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কানাডার সাবেক আবাসিক স্কুলে দুই শতাধিক আদিবাসী শিশুর প্রাপ্ত দেহাবশেষ ও লন্ডনে রোববার পুলিশের ভাষায় ঘৃণ্য অভিপ্রায়ে ট্রাক চাপায় নিহত মুসলিম পরিবারকে স্মরণ করেছে। সেজন্য বক্তারা সেখানে ইসলামোফোবিয়াসহ মুসলিম বিরোধী ঘৃণা এবং মানুষে মানুষে বিদ্যমান ভেদাভেদকে প্রত্যাখ্যান করেছেন। (more…)
টরন্টো, জুন ৭: কানাডায় আবাসিক স্কুল প্রচলনের অন্যতম জনক ইগারটন রায়ারসনের মূর্তি গতকাল রোববার সন্ধ্যায় ডাউনটাউনস্থ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের স্মৃতিস্তম্ভ থেকে এক বিক্ষোভ মিছিল শেষে টেনে নামানোর পর অবশেষে সেটিকে টরন্টোর হার্বার জলে বিসর্জন করেছে। (more…)
Toronto, May 7: The statue of Egerton Ryerson, considered one of the architects of the residential school system in Canada, that stood outside the university that bears his name was toppled and vandalized last Sunday evening following a demonstration and eventually thrown into harbor water in downtown Toronto. (more…)
টরন্টো, জুন ৪: এ বছর মারখাম জাদুঘর তাদের ৫০ বছর পূর্তি উদ্যাপন করছে। আর করোনা মহামারির কারণে সংক্রমণ পরিহারে সবাই যখন সামাজিক দূরত্ব বজায় রেখেছে, তখন সবার সুবিধার্থে জাদুঘরটি তাদের ইতিহাস ও ঐতিহ্যকে অনলাইনে তুলে ধরেছে, যেখানে জাজ্জ্বল্যপূর্ণ ইতিহাস-ঐতিহ্যে দেদীপ্যমান রয়েছে- মারখাম মুভস এক্সিবিশন, ল্যান্ডস্ক্যাপস অ্যান্ড স্ট্রিটস্ক্যাপস ক্যাটালগ, ট্রাডিশন অ্যান্ড ইনোভেশন ও মারখাম মিউজিয়াম’স হিস্ট্রোরিক বিল্ডিংস। (more…)
Toronto, June 4: The Markham Museum is celebrating its 50th anniversary this year. While everyone is keeping a safe distance to stop the spread of COVID-19, the Museum invites the public to celebrate Markham’s history by exploring its online activities and exhibitions, includes Markham Moves Exhibition, Landscapes and Streetscapes Catalogue, Tradition and Innovation, and Markham Museum’s Historic Buildings cover a great excitement of exploration of vivid changes. (more…)
টরন্টো, জুন ৩: নির্মাণ শ্রমিকদের ক্ষেত্রে এটিকে মহামারি বিবেচনা করে অন্টারিও কনস্ট্রাকশন কনসোর্টিয়াম (ওসিসি) মাত্রাতিরিক্ত অপিয়ড ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার এক আন্দোলন শুরু করেছে, কেননা অর্থনৈতিক খাতে সবচেয়ে বেশি তাদের মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। (more…)
Toronto, June 3: As they called it another pandemic for the construction workers, the Ontario Construction Consortium (OCC) has launched a campaign to raise awareness of the opioid drug overdose crisis, since their death numbers have climbed dramatically and they are being impacted more than any other sector of the economy. (more…)
টরন্টো, মে ৩০: ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ক্যামলুপসে একটি সাবেক আবাসিক স্কুলে ২১৫টি আদিবাসী ফার্স্ট নেশন্স শিশুর দেহাবশেষ আবিস্কারের ঘটনায় তাদের প্রতি সন্মান জানাতে কানাডার কেন্দ্রীয় সরকার দেশের জাতীয় পতাকা অধঃনমিতভাবে উড্ডয়নের ঘোষণা দিয়েছে।
Toronto, May 30: The federal government of Canada will be flying flags at half-mast to commemorate the deaths of 215 First Nations children whose remains were found buried near a former residential school in Kamloops, British Columbia.
টরন্টো, মে ২৭: ইতালির পিডমন্ট পর্বতের পাদদেশে ‘গনদোলা’ নামে অভিহিত ক্যাবল কার দুঘর্টনায়, যাতে ১৪ জন নিহত হয়েছেন, সেটির সংশ্লিষ্টতায় ৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার পুলিশ জানিয়েছে। (more…)
Toronto, May 27: Italian police on Wednesday said that they have arrested three people in an investigation into a cable car, known as “Gondola” crash in the Piedmont Mountains that left 14 people dead (in the pic by italian Vigili del Fuoco). (more…)
টরন্টো, মে ২৭: অন্টারিও প্রাদেশিক শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড (টিডিএসবি) যখন চলতি বছর সেপ্টেম্বর থেকে শারীরিক উপস্থিতিতে ক্লাস শুরুর উদ্যোগ গ্রহণ করেছে, ঠিক তখন আজ অন্টারিও পাবলিক স্কুল বোর্ডস অ্যাসোসিয়েশন (ওপিএসবিএ) ‘ট্রান্সিশনিং ফ্রম দ্য কোভিড-১৯ স্কুল এক্সপেরিয়েন্স’ অর্থাৎ ‘কোভিড-১৯ পরবর্তী স্কুল অভিজ্ঞতা’ শিরোনামে এক গবেষণাপত্র প্রকাশ করেছে, যেখানে এই মহামারির দুটো গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার উপর আলোকপাত করা হয়েছে। (more…)
Toronto, May 27: As the Toronto District Education Board (TDSB) under the guidance from the Ontario Provincial Education Ministry to resume physical classes from September this year, today the Ontario Public School Boards’ Association (OPSBA) has released a new Discussion Paper, Transitioning from the COVID-19 School Experience, which reveals two compelling realities that must be addressed following the COVID-19 pandemic. (more…)

টরন্টো, মে ২৬: এই প্রথম বাংলাদেশ কোনো দেশকে ধার দিচ্ছে । রিজার্ভ থেকে প্রায় ১৭ হাজার কোটি টাকা নিচ্ছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার সংকট মেটাতে বাংলাদেশের শরণাপন্ন হয়েছে শ্রীলঙ্কা। (more…)
Toronto, May 26: For the first time, Bangladesh is going to provide a $200 million loan to debt-ridden Sri Lanka from the foreign exchange reserve in a swap deal. Although, the Daily Star in Bangladesh reported that, this debt amount would be $500 million. (more…)
Toronto, May 25: As Canada reported partially immunizing 50 percent of residents against COVID-19, more provinces stepped up efforts to add younger age groups to be vaccinated. These provinces have already expanded vaccine eligibility to those 12 and over, including Newfoundland and Labrador, Saskatchewan, Manitoba and Alberta. Even though, nationally, new COVID-19 cases continued to trend below the third-wave peaks reported in mid-April, although case counts remained high in several provinces. (more…)
টরন্টো, মে ২৫: কানাডা তার অর্ধেক জনগোষ্ঠিকে আংশিক টিকায়ন সম্পন্ন করতেই বিভিন্ন প্রদেশে কিশোর-কিশোরীদের টিক্রাদানে তৎপর হয়েছে। এতে নিউফাউন্ডল্যান্ড ও লাব্রাডোর, সাসকাচুয়ান, ম্যানিটোবা এবং আলবার্টা প্রদেশে ১২ বা ততোর্ধ্ব বয়সীদের টিকায়ন শুরু করেছে। যদিও দেশব্যাপি মধ্য এপ্রিল পর্যন্ত মহামারির তৃতীয় ঢেউ স্তিমিত হলেও বেশ কিছু প্রদেশে সেটির গতিপ্রবাহ এখনও ঊর্ধ্বমুখী। এরই মাঝে অন্টারিও প্রদেশে রোববার থেকে ১২ বা ততোর্ধ্ব বয়সীদের ক্ষেত্রে টিকায়নের বুকিং চালু হয়েছে। (more…)
টরন্টো, মে ২১: আজ জাতীয় রাজস্ব মন্ত্রীর সংসদীয় সচিব ফ্রানসেস্কো সরবরা ইউনিয়ন ট্রেড অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (ইউটিআইপি)-এর অধীনে কলেজ অব কার্পেন্টার্স অ্যান্ড অ্যালাইড ট্রেডসের জন্য প্রায় ৮৯০ হাজার ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। আর ওই ঘোষণাকালে তিনি বলেন, ‘প্রশিক্ষিত পেশার মানুষ কানাডার জন্য দক্ষ জনশক্তি এবং স্থানীয় অর্থনীতির সামর্থ্য ও বৈচিত্র্যের বিবেচনায় পরিপূর্ণ সামার্থ্য সঞ্চার করবে। এই বিনিয়োগ ভন-উডব্রিজ এলাকার মানুষের জন্য এক ঝাঁক প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলবে, এমনকী তা হবে বৃহত্তর টরন্টোর অর্থনীতির পুনরুজ্জীবনে নানাবিধ অপরিহার্য কর্মসংস্থানের প্রয়াস। ’ (more…)
Toronto, May 20: In the latest message today about the plan for September, the Toronto District School Board (TDSB) intends to provide some further clarity for secondary school students, staff and families to help answer some of the questions they have been receiving. (more…)
টরন্টো, মে ২০: আসছে সেপ্টেম্বরে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড (টিডিএসবি) কিভাবে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে, সে বিষয়ে ইতিমধ্যে বার্তা পাঠাতে শুরু করেছে। তারই সর্বশেষ একটি আজ পাঠিয়েছে, যাতে শিক্ষার্থীরাসহ স্টাফ ও অভিভাবকদের কৌতুহলোদ্দীপক প্রশ্ন সংক্রান্ত বিষয়ে সবিশেষ আলোকপাত করেছে। (more…)
Toronto, May 20: The Toronto Police has charged a man and woman for 11 counts of criminal charges in connection to a human trafficking investigation, in a press release yesterday. (more…)
টরন্টো, মে ২০: টরন্টো পুলিশ আদম ব্যবসার এক অনুসন্ধান পরিচালনায় সংশ্লিষ্ট ১১টি অভিযোগে একজন পুরুষ ও মহিলাকে গ্রেফতার করেছে, সে কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানিয়েছে। (more…)
টরন্টো, মে ১৮: কানাডায় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় টিকাকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ব্রিগেডিয়ার জেনারেল ক্রিস্টা ব্রোডিকে নতুন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করেছে, যিনি পূর্বতন মেজর জেনারেল ড্যানি ফোর্টিনের স্থলাভিষিক্ত হচ্ছেন। (more…)
Toronto, May 18: The federal government has bestowed responsibility for steering the national logistical rollout of COVID-19 vaccines to Brigadier General Krista Brodie, who The Public Health Agency of Canada (PHAC) has named the new vice-president of vaccine logistics and operations, replacing Major General Dany Fortin. (more…)
Toronto, May 18: The federal government intends to train additional 2,000 people to do energy audits as it tries to get a new green home renovation program off the ground while promises to provide homeowners up to $5K in grants to make upgrades that curb energy use. (more…)
টরন্টো, মে ১৮: নিউ গ্রীন হোম রেনোভেশন কার্যক্রমের অধীনে জ্বালানি তদারকির ক্ষেত্রে কানাডার কেন্দ্রীয় সরকার অতিরিক্ত ২,০০০ পরিদর্শককে প্রশিক্ষণ দিতে আগ্রহী এবং সেজন্য বাড়ী মালিকদের প্রয়োজনীয় সংস্কার সাধনে ৫ হাজার ডলারের অনুদান দেয়ারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে । (more…)

In a regular weekly meeting held yesterday, the 11 largest municipal governments across the Greater Toronto and Hamilton Area discussed the ongoing response to COVID-19 across the region as they acknowledge the week as the National Nursing Week, for which they expressed gratitude to nurses as they continue to demonstrate courage and professionalism alongside all healthcare workers. (more…)

টরন্টো, মে ১০: বৃহত্তর টরন্টো ও হ্যামিল্টন এলাকার ১১টি পৌর কর্তৃপক্ষ আজ তাদের নিয়মিত এক সাপ্তাহিক সভায় চলমান করোনা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জাতীয় নার্সিং সপ্তাহ পালন উপলক্ষে সকল নার্স ও স্বাস্থ্যকর্মীর প্রতি তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। (more…)
Toronto, May 10: India plans to recruit hundreds of former army medics as the country wrestles with record COVID-19 infections and deaths rose by more than 4,000 amid calls for a complete nationwide lockdown. Some 400 former army medical officers are expected to serve on contract for a maximum of 11 months, its defence ministry said in a press release on Sunday. (more…)
টরন্টো, মে ১০: দিনে করোনা মৃত্যুসংখ্যা ৪ হাজার হওয়ার সঙ্গে দেশজুড়ে লকডাউনের তাগিদে ভারত কয়েক শত সাবেক সেনা চিকিৎসককে নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। এতে প্রায় ৪ শত সাবেক চিকিৎসককে ১১ মাসের চুক্তিতে নিয়োগ দেয়া হবে বলে রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। (more…)
Toronto, May 9: Today on Mother’s Day, many people in Canada would express their gratitude towards mothers and mother-like figures. It may include step-mothers, mothers-in-law, guardians, such as foster parents and family friends. For such, it is time for people to thank mothers and mother-like figures who took the time to care for them and help them through life’s challenges. (more…)
টরন্টো, মে ৯: আজকের মা দিবসে কানাডায় অনেকেই তাদের মা এবং মা-তুল্য ব্যক্তিত্বকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন। এতে সন্দেহাতীতভাবে সৎ মা, শাশুড়ি ও অভিভাবক, যেমন দত্তক মা ও বন্ধুতুল্য পরিবার সদস্যরাও যুক্ত হবেন। সেজন্য এ সময়টায় যারা শত প্রতিকূলতায় চ্যালেঞ্জ নিয়েই লালন-পালনের দায়িত্বটি অব্যাহত রেখেছন, তাদের প্রতি মানুষ বিশেষ শ্রদ্ধাঞ্জলী জানাবেন। (more…)
Toronto, May 3: The Ontario Public School Boards’ Association (OPSBA) is marking Education Week in the province by highlighting the incredible job they have done over the past year, especially with the challenges of the COVID-19 pandemic as well as calls for a key priority for education. Each year during the first full week in May, the students, teachers and parents celebrate the teaching excellence as well as student achievement in Ontario. (more…)
টরন্টো, মে ৩: অন্টারিও পাবলিক স্কুল বোর্ডস অ্যাসোসিয়েশন, সংক্ষেপে ‘ওপিএসবিএ’ শিক্ষা সপ্তাহ পালনের সঙ্গে প্রদেশব্যাপি তাদের বিগত বছরের, বিশেষত করোনা মহামারিকালে তাদের চ্যালেঞ্জ পরিপূরণের সঙ্গে শিক্ষার প্রতি গুরুত্বারোপের আহবান জানিয়েছে। এতে প্রতি বছর মে মাসের প্রথম পূর্ণ সপ্তাহ জুড়ে অন্টারিও প্রদেশে শিক্ষক, ছাত্র ও অভিভাবকেরা মিলে শিক্ষার উৎকর্ষতাটি উদযাপন করে থাকে। (more…)
The 2021 World Press Freedom Index, which compiles press freedom situation in 180 countries and territories annually by the Paris-based Reporters Without Borders (RSF) has shown that journalism, the main vaccine against disinformation, is completely or partly blocked in over 130 countries. (more…)
টরন্টো, মে ৩: ২০২১ বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক, যা প্যারিসভিত্তিক রিপোটার্স উইদআউট বর্ডার্স (আরএসএফ) ১৮০টি দেশের মুক্ত গণমাধ্যমের আলোকে প্রণয়ন করে থাকে, তারা দেখিয়েছে অবস্তুনিষ্ঠ তথ্যের ক্ষেত্রে যেখানে সাংবাদিকতা প্রতিষেধকতুল্য, তা ১৩০টি দেশে পুরোপুরি কিংবা আংশিক অবরুদ্ধ। (more…)
Toronto, April 29: Trio Bangladeshi researchers have been adjudged in the list of Asian Scientist 100, which celebrates the success of the region’s “best and brightest, highlighting their achievements across a range of scientific disciplines” for the year 2021. They are Dr. Salma Sultana, Dr. Firdausi Qadri and Prof Samia Subrina. (more…)
টরন্টো, এপ্রিল ২৯: ২০২১ সালে এশিয়ান সায়েন্টিস্ট ১০০ তালিকায় তিন বাংলাদেশি নারী স্থান করে নিয়েছেন, যেখানে বলা হয়েছে এই অঞ্চলের সাফল্যের অভিষেকে ‘সেরা ও কীর্তিমান, যাদের প্রতিভাভাদীপ্ত পদচারণায় বিজ্ঞান জগত অত্যুৎজ্জ্বল’। তারা হচ্ছেন- ড. সালমা সুলতানা, ড. ফেরদৌসি কাদরী ও অধ্যাপিকা সামিয়া সাবরিনা। (more…)

The painful scenes from India are tormenting for everyone, as it fights with soaring cases of coronavirus outbreak. (more…)

টরন্টো, এপ্রিল ২৮: ভারত যখন তার করোনা মহামারি মোকাবেলায় নিয়োজিত, তখন প্রতিনিয়ত সেখানকার চিত্রগুলো হয়ে উঠছে হৃদয়বিদারক। এই সংকট মোকাবেলার চিত্র কেবল ভারতের একার নয়, বরং সবার। সে কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথানের ভাষ্যটি প্রণিধানযোগ্য, ‘এই জীবাণু কোনো সীমানা মানে না, না জাতীয়তা, বয়স, লিঙ্গ কিংবা ধর্ম। এখন দুঃখজনকভাবে ভারতে যা হচ্ছে, তার সবটাই অন্য সব দেশে বিরাজমান।’ (more…)
An earthquake was felt at 8:21 a.m. local time in different parts of Bangladesh, including the capital Dhaka. The Meteorological Department confirmed the earthquake. The Meteorological Department said the magnitude was 6 on the Richter scale. (more…)
টরন্টো, এপ্রিল ২৮: রাজধানী ঢাকাসহ বাংলাদশের বিভিন্ন স্থানে স্থানীয় সময় আজ বুধবার সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। (more…)
টরন্টো, এপ্রিল ২৭: ২৭টি দেশে ভ্রমনের ক্ষেত্রে কোভিড-১৯ ডিজিটাল গ্রীন পাসপোর্ট প্রবর্তনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় লিপ্ত হলেও কানাডা বিজ্ঞান সম্মত পন্থায় তার জনগোষ্ঠির সুরক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। (more…)
The European Union (EU) officials have confirmed in developing a COVID-19 passport, known as Digital Green Certificate for its 27 countries and talking about that plan with the United States of America (USA), but Canada is taking a cautious approach based on science to keep Canadians safe. (more…)
টরন্টো, এপ্রিল ২৭: কেন্দ্রীয় পর্যালোচনায় সবুজ সংকেত পেলে যুক্তরাষ্ট্র তার জোগানে থাকা অ্যাস্ট্রাজেনেকার সব টিকাই বিলিয়ে দেবার পরিকল্পনা করছে। এ কথা গতকাল হোয়াট হাউজ থেকে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানানো হয়েছে, যেখানে ৬ কোটি টিকা আগামী কয়েক মাসে রফতানির উপযোগী হবে আশা করা হচ্ছে। (more…)
The USA plans to share its entire stock of vaccines from AstraZeneca once the COVID-19 vaccine clears federal safety reviews, the White House told Associated Press yesterday, as many as 60 million doses expected to be available for export in the coming months. (more…)
Toronto, April 25: In a week’s time, the ethical approval will be given for the corona vaccine made in Bangladesh by Globe Biotech, said Bangladesh Medical Research Council (BMRC) Chairman Prof. Dr. Syed Modasser Ali. Today at local time on Sunday morning there, he spoke to the media about it. After the approval, the vaccine will be administered experimentally to humans. (more…)
টরন্টো, এপ্রিল ২৫: আগামী এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশে তৈরি গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিনের নৈতিক অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন বিএমআরসি’র চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। আজ স্থানীয় সময় রোববার সকালে তিনি কথা জানান। আর সেই অনুমোদনের সঙ্গে মানবদেহে চালানো হবে ভ্যাকসিনটির পরীক্ষামূলকভাবে প্রয়োগ। (more…)

Ottawa, ONTARIO, Canada on 20 November, 2019.
© HOC-CDC
Credit: Mélanie Provencher, House of Commons Photo Services
Toronto, April 9: Yesterday, Canada’s Deputy Prime Minister and Finance Minister Chrystia Freeland said in a conversation with former Minister Ken Dryden that the current government’s corona recovery plan has provided an opportunity to fulfill a long-standing commitment to ‘child care’. (more…)

মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ
টরন্টো, এপ্রিল ৯: গতকাল কানাডার উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সাবেক মন্ত্রী কেন ড্রাইডেনের সঙ্গে কথোপকথনে বলেছেন, বর্তমান সরকারের করোনা পুনরুদ্ধার কার্যক্রমে ‘শিশু পরিচর্যা’র বিষয়টি সুদীর্ঘ প্রতিশ্রুতি পরিপূরণের সুযোগটি বয়ে এনেছে। কারণ, গত এক বছরে করোনা মহামারী নারীর কর্মসংস্থানের সুযোগকে আশাতীতভাবে সংকুচিত করেছে। এছাড়া অতীতে পর্যায়ক্রমিক লিবারেল সরকার ক্ষমতাসীন হলেও শিশু পরিচর্যার বিষয়টি অপরিবর্তিত থেকেছে। তাতে এখন করোনা মহামারী সেই সুযোগটি করে দিয়েছে। সেজন্য তার কথা, ‘আমি সত্যি বিশ্বাস করি করোনা মহামারীই প্রারম্ভিক শিক্ষা ও শিশু পরিচর্যার সুযোগটি করে দিয়েছে।’ (more…)
Toronto, April 22: In observance of Earth Day, the City of Markham’s award-winning textile recycling program has reached to more than 20 million pounds (907,000 kilograms) of unwanted textiles out of the landfill. (more…)
টরন্টো, এপ্রিল ২২: আর্থ ডে-কে সামনে রেখে টরন্টোর পাশ্ববর্তী সিটি অব মারখামের পুরস্কারজয়ী রিসাইকেল কার্যক্রম ২০ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ৯ লাখ ৭ হাজার কেজি পরিত্যক্ত কাপড়-চোপড় সংগ্রহ করেছে। করোনা মহামারীকালীন নিরাপদে সেই কার্যক্রম চলছে এবং তাতে পৃথিবী রক্ষাসহ যাদের আর্থিক সংস্থান প্রয়োজন, সেটা জুগিয়েছে। একমাত্র গত ১৩ মাসে ওই শহরের অধিবাসীরা ৩.৫ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ১ লাখ ৫৮ হাজার কেজি টেক্সটাইল বস্তু সিটি সংস্থাপিত ১৬০টি বিনে ড্রপ করেছে। (more…)
Toronto, April 22: Bangladesh has agreed to join in an alliance under China along with Afghanistan, Nepal, Sri Lanka and Pakistan, without India, to vaccinate against the pandemic coronavirus (Covid-19). (more…)
টরন্টো, এপ্রিল ২২: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার জন্য ভারতকে ছাড়া আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে চীনের জোট গঠনের প্রস্তাবে সায় দিয়েছে বাংলাদেশ। এতে সম্মতি রয়েছে বাংলাদেশের, বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন। (more…)
Toronto, April 22: The European Union (EU) is set to sue British-Swedish vaccine producing company AstraZeneca for failing to deliver vaccines to Europe, reports Sputnik. (more…)
টরন্টো, এপ্রিল ২২: ইউরোপের কাছে টিকা সরবরাহের ঘোষণা দেওয়ার পরও ব্রিটিশ-সুইডিশ টিকা কোম্পানি অ্যাস্ট্রেজেনেকা তা দিতে ব্যর্থ হওয়ায় এর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, জানিয়েছে স্পুটনিক। (more…)
টরন্টো, এপ্রিল ২২: গতকাল বুধবার করোনা মহামারি প্রতিরোধে জাতীয় নেতৃত্বের প্রশ্নে গ্রীন, এনডিপি ও কনজারভেটিভ পার্টির এমপিরা বিভিন্ন প্রদেশে জীবাণুর ভেরিয়্যান্ট ঊর্ধ্বগামী হওয়ায় ক্ষমতাসীন লিবারেল সরকারের তীব্র সমালোচনা করেছেন। (more…)
Toronto, April 22: The opposition MPs from Green, NDP and Conservative Party have criticized the current Liberal government’s response to the COVID-19 pandemic on Wednesday and called for more national leadership as variants transmission surge across many provinces in Canada. (more…)
Toronto, April 21: Cooperation Canada which brings together and advocates for Canada’s international development and humanitarian organizations has expressed disappointment with the federal budget presented by the minority Liberal government, calling it “a missed opportunity to demonstrate such political leadership” and saying it limits Ottawa’s ability to play a “meaningful long-term role” in a post-pandemic global recovery. (more…)
টরন্টো, এপ্রিল ২১: কানাডার আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক কর্মতৎপরতায় প্রচারমুখী সংস্থা, কোঅপারেশন কানাডা সংখ্যালঘু লিবারেল সরকার কর্তৃক পেশকৃত বাজেটকে ‘রাজনৈতিক দূরদর্শীতাহীন সুযোগ হাতছাড়া’ বাজেট হিসেবে আখ্যায়িত করেছে এবং সেটিকে করোনাত্তোর বিশ্বে ‘দীর্ঘমেয়াদী লক্ষ্যপূরণে অর্থহীন’ বলেছে। (more…)
Toronto, April 20: In an open letter addressed to world leaders today, the International Council of Voluntary Agencies consisting of more than 250 NGOs have urgently called to increase aid and save more than 34 million people on the brink of starvation this year. They said up to 270 million people are acutely food insecure with millions “teetering on the very edge of famine”. (more…)
টরন্টো, এপ্রিল ২০: আজ এক খোলা চিঠিতে আড়াইশোর অধিক এনজিওর সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল কাউন্সিল অব ভলান্টারি এজেন্সিস বিশ্বনেতৃবৃন্দের কাছে এ বছর পৃথিবীব্যাপি কমপক্ষে ৩ কোটি ৪০ লাখ মানুষের বুভুক্ষতা মোচনের জরুরি আহ্বান জানিয়েছে। তারা বলেছে, তাতে সর্বোচ্চ ২৭ কোটি মানুষ নিদারুন অনাহারক্লিষ্টতার পাশাপাশি আরও কয়েক কোটি ‘বিষম আকালের মুখোমুখিতে রয়েছে’। (more…)
Toronto, April 6: According to a recent report in the British Medical Journal and the World Health Organization, the way in which the second dose has been delayed to bring more people in Canada under the immunization program to prevent rapid corona transmission is not scientific at all. (more…)
টরন্টো, এপ্রিল ৬: সাম্প্রতিক ব্রিটিশ মেডিক্যাল জার্নালের সম্পাদকীয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন মতে দেখা যাচ্ছে, দ্রুত করোনা প্রতিরোধে কানাডায় অধিক সংখ্যক জনগোষ্ঠিকে টিকাদান কর্মসূচীর আওতায় আনতে দ্বিতীয় ডোজটি যেভাবে পিছিয়ে দেয়া হয়েছে, তা আদৌ বিজ্ঞান সম্মত নয়। (more…)
Click on the image to see it enlarged
Toronto, April 5: Marc-Andre Langlois, a virologist at the University of Ottawa who is in charge of the Coronavirus Variants Rapid Response Network in Canada, said the variant would remain for a long time like influenza and require annual vaccination. (more…)
Click on image to see it enlarged
টরন্টো, এপ্রিল ৫: করোনা ভেরিয়্যান্ট নিয়ে কানাডায় যে দ্রুত উপশম টিম গড়ে উঠেছে অর্থাৎ ‘করোনাভাইরাস ভেরিয়্যান্টস র্যাপিড রেসপন্স নেটওয়ার্ক’-এর দায়িত্বে নিয়োজিত অটোয়া বিশ্ববিদ্যালয়ের জীবাণুবিদ মার্ক-আন্দ্রে ল্যাংলোয়িস জানিয়েছেন, ‘রূপান্তরিত জীবাণু বহুকাল থাকবে এবং ইনফ্লুয়েঞ্জার মতো করোনা টিকা ফি বছর নিতে হবে।’ গত ৩ এপ্রিল সিবিসি সম্প্রচারিত ‘দ্য হাউজ’ অনুষ্ঠানে তিনি সে কথা জানান। তার কথা, ‘এটা প্রাদুর্ভাব হিসেবে দেখা দিলেও যেমনটা প্রতি বছর আমরা ফ্লু শট গ্রহণ করি, তেমনটা সে সময়ে রূপান্তরিত জীবাণুর টিকাটি নিতে হবে।’ (more…)
Toronto, April 17: In a webinar platform due to the pandemic, the Bangladesh High Commission in Ottawa has observed the historic Mujibnagar Day on Saturday with due solemnity and fervour as well as messages of the President and the Prime Minister gave on this day were read out followed by a special discussion session, says a press release. (more…)
টরন্টো, এপ্রিল ১৭: করোনা মহামারীর কারণে আজ এক ওয়েবিনার আলোচনায় কানাডার রাজধানী অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালন করেছে। একই সঙ্গে তাতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠের মাধ্যমে ওই আলোচনার সূত্রপাত ঘটে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। (more…)
Toronto, April 1: Today Premier Doug Ford has announced a 28-day province-wide shutdown in Ontario amid third wave beginning 12:01 AM Saturday, April 3 to curb the alarming spread of COVID-19 and in particular of hospitalization to the variants concern. (more…)
টরন্টো, এপ্রিল ১: করোনার তৃতীয় ঢেউয়ের শুরুতে ভেরিয়্যান্টের প্রকোপে হাসপাতালে ভর্তি এবং সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় প্রিমিয়ার ডাঘ ফোর্ড ৩ এপ্রিল শনিবার ১২:০১ মিনিট থেকে সারা অন্টারিও প্রদেশে লকডাউন ঘোষণা করেছেন আজ। এই লকডাউন ঘোষিত হওয়ায় চলমান মহামারীতে মানুষ যাতে উন্মুক্ত অঙ্গণে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে এবং সমস্যাসংকুল পরিস্থিতিতে সতর্ক থাকে সে ব্যবস্থাটি নেয়া হয়েছে। যদিও সংক্রমণ রোধে টিকাদান কার্যক্রমটি অব্যাহত রয়েছে। সেজন্য অধিবাসীদের অন্যের সঙ্গে সামাজিক সংযোগ এই লকডাউনে সীমিত আকারে বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়েছে। (more…)
Toronto, April 17: The famed actress of Bangladesh, Sarah Begum Kabori, who was on life support, passed away today at 12:20 am local time at capital Dhaka’s Sheikh Russel National Gastroliver Institute and Hospital. She was 70 and buried at Banani graveyard with due guard of honour in the evening. (more…)
টরন্টো, এপ্রিল ১৭: জীবনমৃত্যুর সংকটে চিকিৎসাধীন বাংলাদেশের প্রখ্যাত নায়িকা সারাহ বেগম কবরী আজ স্থানীয় সময় ১২:২০ মিনিটে রাজধানী ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর এবং তাকে সেদিন সন্ধ্যায় বনানী গোরস্থানে সন্মানপূর্ণ গার্ড অব অনার প্রদর্শনে দাফন করা হয়েছে। (more…)
Toronto, April 16: Moderna will deliver fewer vaccine doses to Canada this month than previously thought due to production disruptions. It occurred due to production grapples happened in their European plants. (more…)
টরন্টো, এপ্রিল ১৬: উৎপাদন ব্যাহত হওয়ায় চলতি মাসে পূর্ব নির্ধারিত সংখ্যার তুলনায় কম ভ্যাকসিন ডোজ কানাডাকে দেবে মর্ডানা। কারণ তাদের ইউরোপের প্রকল্পে উৎপাদন সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। কিন্তু তার প্রধান প্রতিযোগি ফাইজার, যার রয়েছে এমআরএনএ জাতীয় ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা, তারা মর্ডানার সেই কমতি সংখ্যা পরিপূরণে মে ও জুন মাসের বাইরেও অতিরিক্ত ভ্যাকসিন সরবরাহ করবে। (more…)
টরন্টো, এপ্রিল ১৬: এই প্রথম কানাডায় তৈরি কোভিড-১৯ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। এতে গতকাল আলবার্টা বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. জন লিউসের নেতৃত্বে এডমন্টনভিত্তিক এন্টস ফার্মাসিউটিক্যালের ল্যাবে তৈরি প্রথম ধাপের ক্লিনিক্যাল টিকাটি মানব দেহে প্রয়োগ করা হয়েছে। (more…)
Toronto, April 16: The first clinical trial of the Covid-19 vaccine made in Canada has been conducted. Developed by University of Alberta researcher and CEO of Entos Pharmaceuticals, Dr. John Lewis, the phase 1 of the clinical trial of that vaccine has been applied to the human body yesterday. (more…)
টরন্টো, এপ্রিল ১: গত দুই দিনে স্থানীয় রেডিও ও টেলিভিশনের ঘোষণায় বোঝা যাচ্ছে, হঠাৎ করেই করোনা টিকার তোড়জোর শুরু হয়েছে। কারণ ফেডারেল সরকার আগের চেয়ে নড়েচড়ে বসেছে এবং প্রত্যাশিত সময়ের চেয়ে দ্রুততম সময়েই কানাডার জনগণ তাদের টিকা পেতে যাচ্ছেন। এতে রাজধানী অটোয়া থেকে বলা হয়েছে, তিনটি অনুমোদিত ভ্যাকসিন নির্মাতারা কয়েক লাখ অতিরিক্ত ডোজ সরবরাহ করতে যাচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ফেডারেল সরকারের সঙ্গে চুক্তি মোতাবেক গ্রীষ্মের শেষ থেকে জুনের মধ্যে ফাইজার-বায়োএনটেক ৫০ লাখ ডোজ টিকা কানাডাকে সরবরাহ করবে। তার অর্থ দাঁড়াচ্ছে, ওই ঔষধ নির্মাতা এপ্রিল-জুনে ১ কোটি ৭৮ লাখ ডোজ টিকা সরবরাহ করবে, তাতে এপ্রিল-মে মাসে প্রতি সপ্তাহে ১০ লাখ ডোজ এবং জুনে প্রতি সপ্তাহে অতিরিক্ত ২০ লাখ টিকার জোগান দেবে। (more…)
Toronto, April 1: In the last two days, the announcement of the local radio and television show that all of a sudden, the vaccination of corona has started in full swing. (more…)
টরন্টো, এপ্রিল ১: গতকাল টরন্টোর নর্থ ইয়র্কে ফরাসি ফার্মাসিউটিক্যাল কোম্পানি কর্তৃক ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে স্যানফির জন্য ৯২৫ মিলিয়ন ডলারের এক আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। এতে কানাডার তিন পর্যায়ের সরকার যুক্ত থাকছে। সেক্ষেত্রে কানাডার ফেডারেল সরকারের ৪১৫ মিলিয়ন ডলারের পাশাপাশি অন্টারিও সরকার ৫৫ মিলিয়ন ডলার এবং স্যানফি নিজে ৪৫৫ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে। এছাড়া স্যানফি কানাডায় গবেষণা ও উন্নয়ন খাতে বছরে ৭৯ মিলিয়ন ডলার ব্যয় করবে বলে জানিয়েছে। ফলে উচ্চমাত্রার ১,২২৫টি দক্ষ কর্মসংস্থানের সৃষ্টি করাসহ কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপে স্যানফির উচ্চমাত্রার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন হিসেবে সুপরিচিত ‘ফ্লুজোন’-এর অতিরিক্ত চাহিদা পূরণ করা যাবে। (more…)
Toronto, April 1: An official announcement was made yesterday for Sanofi for the production of vaccines by a French pharmaceutical company in North York, Toronto, for $925 million. (more…)
Muhammad Ali Bukhari, CNMNG News
Toronto, March 30: Yesterday, Canada’s National Advisory Committee on Immunization, in short, NACI has suspended the vaccination of AstraZeneca because of concerns over safety and advised the provinces, which most of the provinces agreed to follow. The reason for this is the issue of blood clots in the bodies of women in European countries. Although, 300,000 doses of the vaccine have already been administered in Canada and no blood clots have been reported anywhere, not even in the case of the Pfizer and Moderna vaccines with mRNA properties. (more…)
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ
টরন্টো, মার্চ ৩০: গতকাল কানাডার ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইম্যুনাইজেশন, সংক্ষেপে ‘এনএসিআই’ প্রদেশগুলোকে নিরাপদজনিত উদ্বিগ্নতা দেখা দেয়ায় অ্যাস্ট্রাজেনেকার টিকাদান স্থগিত করার সুপারিশ করেছে এবং ফলশ্রুতিতে অধিকাংশ প্রদেশ তা অনুসরণে সম্মত হয়েছে। এতে কারণ হিসেবে ইউরোপের দেশগুলোতে মূলত মহিলাদের দেহে রক্ত জমাট বাঁধার বিষয়কে উল্লেখ করেছে। যদিও ইতিমধ্যে কানাডায় এই টিকার ৩ লাখ ডোজ দেয়া সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেনি, এমনকী ‘এমআরএনএ’ বৈশিষ্ট্যের ফাইজার ও মর্ডানার টিকার ক্ষেত্রেও তা ঘটেনি। (more…)
টরন্টো, এপ্রিল ১৩: করোনাভাইরাস মহামারিতে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে গত এক সপ্তাহে পাঁচবার শনাক্তের রেকর্ড ভেঙেছে। প্রথম ঢেউয়ে দৈনিক শনাক্ত লাখের ঘর না ছাড়ালেও এবার তা ছাড়িয়ে গেছে। (more…)
Toronto, April 13: The second wave of infections through coronavirus pandemic has broken the record of five detection periods in India in the past week. (more…)
Muhammad Ali Bukhari, CNMNG News
Toronto, March 26: Day before yesterday, Finance Minister Peter Bethlenfalvi presented Ontario’s 186 billion dollars’ budget for 2021. In that case, the economic fallout caused by the Corona pandemic would seem to have pushed Ontario’s budget deficit balancing to at least 2029. (more…)
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ
টরন্টো, মার্চ ২৬: গত পরশু অর্থমন্ত্রী পিটার বেথলেনফালভি অন্টারিও প্রদেশের ২০২১ সালের জন্য ১৮৬ বিলিয়ন ডলারের বাজেটটি পেশ করেছেন। সেক্ষেত্রে করোনা মহামারিতে যে অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে, তাতে আপাতদৃষ্টিতে অন্টারিও বাজেটে ঘাটতি মোচন হতে কমপক্ষে ২০২৯ সালটি গড়িয়ে যাবে। কারণ, গত বছরই প্রদেশে ৫.৭ শতাংশ হারে অর্থনৈতিক সংকোচন ঘটেছে। তবু অর্থমন্ত্রীর কথা, ‘আমি অন্টারিও বাসীকে আশ্বাস দিচ্ছি, আমরা এই মহামারি জয় করবোই, এবং এরপর আমরা আরও সুদৃঢ়তায় ফিরবো।’ কিন্তু উৎকণ্ঠা নানা কারণে থেকেই গেছে। (more…)
Muhammad Ali Bukhari, CNMNG News
Toronto, March 26: Today is the golden jubilee of Bangladesh’s independence. (more…)

Toronto, April 12: Dominic LeBlanc, Canada’s Minister of Intergovernmental Affairs, said safe early education and child care is an “economic imperative”. It also makes sense to consider the principle of universal basic income. He made the remarks in an interview with CBS Television’s Chief Political Correspondent Rosemary Burton on Sunday. (more…)
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ
টরন্টো, মার্চ ২৬: আজ শুক্রবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। স্বাভাবিকভাবেই এ দিনটি স্বাধীনতায় বিশ্বাসী বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে একটি আবেগ ঘন দিন। একদিকে মহান আত্মত্যাগের স্মৃতি এবং অন্যদিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাবার গৌরবোজ্জ্বল অর্জন। সেজন্য এ বছর বাংলাদেশের সরকার তার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী পালনের সঙ্গে তা জাকজমকপূর্ণভাবে উদযাপন করতে যাচ্ছে। ১০ দিন ব্যাপি ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসবে দেশ মেতেছে, যা বঙ্গবন্ধুর জন্মদিনকে ঘিরেও বটে। এ জন্য আঞ্চলিক প্রভাবশালী প্রতিবেশী দেশ চীন ছাড়াও সুদূর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিশেষ ভিডিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। (more…)

মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ
টরন্টো, এপ্রিল ১২: কানাডার আন্তঃ সরকার বিষয়ক মন্ত্রী ডোমিনিক লিব্ল্যাঙ্ক বলেছেন, নিরাপদ প্রাম্ভিক শিক্ষা ও শিশু পরিচর্যা হচ্ছে ‘অর্থনৈতিক আশুকর্তব্য’। এছাড়াও সার্বজনীন মৌলিক আয়ের নীতিটি বিবেচনা করাও অর্থবহ। এই কথাগুলো তিনি গতকাল রোববার সিবিসি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত প্রধান রাজনৈতিক প্রতিবেদক রোজমেরি বার্টনের সঙ্গে বলেছেন। (more…)
Toronto, April 11: Potentially more deadly variants have been reported across Canada to date of which more than 90 percent of them being the B117 variant first identified in the United Kingdom. (more…)
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ
টরন্টো, এপ্রিল ১১: এ পর্যন্ত কানাডার সর্বত্র সম্ভাব্য প্রাণঘাতী ভেরিয়্যান্টের বিস্তার ঘটেছে, যার ৯০ শতাংশের বেশি যুক্তরাজ্যে চিহ্নিত বি১১৭ বিশিষ্ট। অনুরূপভাবে ব্রাজিলে আবিস্কৃত পি১ বিশিষ্ট ভেরিয়্যান্টের বিস্তারও কানাডায় ঊর্ধ্বমুখী, যা গত কয়েক সপ্তাহে ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও ও আলবার্টা প্রদেশে দ্বিগুণ হয়ে সংখ্যায় ১,০০০ দাঁড়িয়েছে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় প্রাপ্ত বি১৩৫১ বিশিষ্ট ভেরিয়্যান্টটি সংখ্যাগত দিক থেকে ক্যুইবেকে ১৫০, ৭০ ততোর্ধ্ব অন্টারিওতে এবং ৫০-এর অধিক ব্রিটিশ কলাম্বিয়ায় বিস্তৃত। অথচ বিশেষজ্ঞরা বলছেন, কানাডায় ধীর প্রয়াসে অগ্রসরমান টিকাদান কর্মসূচির প্রেক্ষাপটে তৃতীয় ঢেউয়ে গাণিতিক নিয়মে ভেরিয়্যান্টের প্রসার ঊর্ধ্বমুখী এবং পরিপূর্ণ বিধিবিধান তোয়াক্কার ফলে বিশেষ করে অপেক্ষাকৃত তরুণদের মাঝে হাসপাতালে ভর্তি ও মৃত্যু সংখ্যা উভয়টাই বেড়েছে। (more…)
Toronto, March 23: Today, with World Meteorological Day looming, the World Meteorological Organization (WMO) has raised the issue of the ocean crisis. Climate change is having an adverse effect on the oceans, that’s for sure. The climate of the ocean is changing rapidly. The warmth of the sea is increasing with the height of the sea level. The wind on the surface of the ocean is becoming terrible. As a result, natural disasters like Tornadoes, cyclones and hurricanes are increasing, those causes loss of life and property. (more…)
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ
টরন্টো, মার্চ ২৩: আজ বিশ্ব আবহাওয়া দিবসকে সামনে রেখে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) মহাসাগরের সংকটাপন্ন বিষয়টিই তুলে ধরেছে। মহাসাগরের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে, সেটাই প্রতিপাদ্য। এতে দ্রুত বদলাচ্ছে মহাসাগরের আবহাওয়া। সাগরপৃষ্ঠের উচ্চতার সঙ্গে বাড়ছে ¯্রােতের উষ্ণতা। মহাসাগরের উপরিভাগের বাতাস হয়ে উঠছে ভয়ংকর। ফলে ঘূর্ণিঝড়, সাইক্লোন, হারিকেনের মতো প্রাকৃতিক দুর্যোগ বেশি হচ্ছে। বাড়ছে জানমালের ক্ষয়ক্ষতি। (more…)
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ
টরন্টো, মার্চ ২৩: কানাডার শীর্ষ স্থানীয় বিজ্ঞানীরা করোনা টিকার দুটি ডোজের মধ্যবর্তী সময়ের বিলম্ব, যা বয়োজৌষ্ঠদের ক্ষেত্রে ৪ মাস করা হয়েছে, সেটিকে সমর্থন করেনি। তাদের যুক্তি, সেজন্য কোনো সুনির্দিষ্ট গবেষণা নেই, এমনকী ওই জনগোষ্ঠির জন্য কোনো প্রাক্ শর্তাবলীও নেই। (more…)
Muhammad Ali Bukhari, CNMNG News
Toronto, March 23: The top Canadian scientists did not support the delay between the two doses of the corona vaccines, which have been used for 4 months in the elderly. Their argument is that there is no specific study, not even a prerequisite for that population. (more…)
Muhammad Ali Bukhari, CNMNG News
Dhaka, March 23: A court has sentenced 14 militants to death for plotting to assassinate Prime Minister Sheikh Hasina and sedition by planting a bomb at a public meeting place in Kotalipara, Gopalganj in Bangladesh 21 years ago. (more…)
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমজি নিউজ
ঢাকা, মার্চ ২৩: ২১ বছর আগে বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের মামলায় ১৪ জঙ্গিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। (more…)
Muhammad Ali Bukhari, CNMNG News
Toronto, March 23: In a video message sent on the occasion of Bangabandhu’s birth centenary and the golden jubilee of Bangladesh’s independence, UNESCO Director-General Audre Azoulay said, “On March 7, 50 years ago, Bangabandhu gave his historic speech. (more…)
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ
টরন্টো, মার্চ ২৩: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় ইউনেস্কো মহাপরিচালক অন্ড্রে আজুলে বলেন, ‘৫০ বছর আগে ৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এটি শুধু বাংলাদেশের স্বাধীনতার সূচনাই করেনি, একই সঙ্গে বৈশ্বিক সম্মান, মানবাধিকারসহ নানান ইস্যুতে জোড়ালো কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। তাই আমরা সেটিকে মানব ইতিহাসের ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ করেছি। (more…)
Muhammad Ali Bukhari, CNMNG News
Toronto, March 22: Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman has been awarded the Gandhi Peace Prize 2020. The award was announced by the Indian Ministry of Culture this Monday afternoon. It is evident that this award was given to Bangabandhu in recognition of his contribution to the social, economic and political transition of the country by liberating Bangladesh, inspired by the ideals of Mahatma Gandhi. (more…)
Natural disasters have tripled in half a century
Muhammad Ali Bukhari, CNMNG News
Toronto, March 21: A report released by the Food and Agriculture Organization of the United Nations (FAO) on Thursday states that the world has been facing one disaster after another in recent years. The world has to deal with various disasters including corona pandemics, floods, droughts, fires, and locust attacks. People are now facing three times more natural disasters than the seventies and eighties from the last century. The agricultural sector is the most affected by these disasters. (more…)
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ
টরন্টো, মার্চ ২১: গত বৃহস্পতিবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক দুর্যোগের মুখে পড়ছে বিশ্ব। করোনা মহামারি, বন্যা, খরা, দাবানল, পঙ্গপালের হানাসহ নানা ধরনের দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে বিশ্ববাসীকে। গত শতকের সত্তর ও আশির দশকের তুলনায় এখন তিন গুণ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে মানুষ। এসব দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষি খাত। (more…)
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ
টরন্টো, ১৯ মার্চ: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ১১৭তম অধিবেশনের প্রথম সেশনে গত ১৬ মার্চ ‘এইচ. রেজ. ২৩৯’ শিরোনামে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেটির প্রস্তাবক আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং তার সহযোগী প্রস্তাবক হচ্ছেন যথাক্রেমে রাশিদা তিলায়েব, জিমি গোমেজ ও গ্রেগরি ডব্লিউ. মিক্স। তারা সকলেই ওই কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি। (more…)
Toronto, March 19: In commemoration of the 50th anniversary of Bangladesh’s independence, the United States of America’s Congress has adopted a resolution under the title, H. RES. 239 on March 16, 2021, in its First Session of the 117th Congress, which was submitted by Rep. Alexandria Ocasio-Cortez and jointly co-sponsored by Reps. Rashida Tlaib, Jimmy Gomez and Gregory W. Meeks. (more…)
Muhammad Ali Bukhari, CNMNG News
Toronto, March 18: Today, the Canadian Prime Minister Justin Trudeau in a video message said the independent and democratic Bangladesh was built based on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman’s love for his people. He categorically said, “Something we are able to celebrate [50 years of independence] today because of Sheikh Mujibur Rahman’s vision for an independent and democratic country, one which was built on his love for its people.” (more…)
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএসজি নিউজ
টরন্টো, ১৮ মার্চ – আজ এক ভিডিও বাণীতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তিতে জনগণের প্রতি তার ভালবাসা উদ্ভাসিত। এতে সুনির্দিষ্টভাবে তিনি বলেন, ‘আজ এমনটা উদযাপন [স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী] সম্ভব হয়েছে, কারণ শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গী বিদ্যমান, যা জনগণের প্রতি ভালবাসায় উৎসারিত।’ (more…)
Toronto, 16 March – This morning, the National Advisory Committee on Immunization (NACI) approved the AstraZeneca vaccine for those over the age of 65 by changing their earlier recommendation, the age group below the age of 65. (more…)
৬৫ ঊর্ধ্ব বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন করলো কানাডা মোহাম্মদ আলী বোখারী, সিএনএমজি নিউজ
টরন্টো, ১৬ মার্চ – আজ সকালে অ্যাস্ট্রাজেনেকার টিকার ক্ষেত্রে দ্য ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইম্যুনাইজেশন (এনএসিআই) তাদের আগের দেয়া সুপারিশ অর্থাৎ ৬৫ বছর নিচের নিয়মটি পরিবর্তন করে ৬৫ বছর উপরের বয়সীদের জন্য অনুমোদন করেছে। সেই ঘোষণা সংবাদ সম্মেলনে স্বয়ং স্বাস্থ্য মন্ত্রী প্যাটি হাজডু এবং উদ্ভাবণ, বিজ্ঞান ও শিল্প মন্ত্রী ফ্রাসোয়া-ফিলিপ শ্যাম্পেইনের উপস্থিতিতে জানিয়েছেন কানাডার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. টেরেজা ট্যাম ও উপ স্বাস্থ্য প্রধান ডা. হাওয়ার্ড ন্যূজু। (more…)
Muhammad Ali Bukhari, CNMNG News
Toronto – Today, Mayors and Chairs from the 11 largest municipal governments across the Greater Toronto and Hamilton Area held their regular weekly meeting to discuss the ongoing response to COVID-19 across the region. (more…)
টরন্টো – গত সোমবার বৃহত্তর টরন্টো ও হ্যামিল্টন এলাকার ১১টি শহররের মেয়র ও চেয়ারম্যানবৃন্দ তাদের সাপ্তাহিক সভায় চলমান কোভিড মহামারি পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এই ১১টি অঞ্চলকে সংক্ষেপে ‘জিটিএইচএ’ বলা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানা গেছে। (more…)
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমটি নিউজ
বিশ্বের সঙ্গীত প্রেমীদের যিনি আধৃুনিক প্রযুক্তির ছোঁয়ায় প্রথম কমপ্যাক্ট ক্যাসেটে শোনায় উদ্বুদ্ধ করেছিলেন, সেই টেপের উদ্ভাবক ল্যু ওটেন্স আর নেই। ডাচ্ সংবাদমাধ্যমে সে কথা জানানো হয়েছে। গত ৬ মার্চ তার প্রয়াণ ঘটে এবং মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। (more…)
[GTranslate]Lou Ottens, the inventor of the tape that inspired music lovers around the world to listen to the first compact cassette with the touch of modern technology, is no more. Dutch media reported that he has passed away on March 8 and was 94 years old at the time of his death. (more…)
TORONTO – Amazon’s largest plant in Brampton, Ontario has been shut down due to an ongoing investigation by the Peel Public Health Department. The facility’s at least 618, out of 5,000 employees have been infected with corona. As a result, all the employees have been asked to go on voluntary isolation for two weeks. (more…)
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ
টরন্টো – পিল জনস্বাস্থ্য দপ্তরের চলমান তদন্তের কারণে কানাডার অন্টারিও প্রদেশের ব্রাম্পটনে আমাজনের বৃহৎ প্রকল্পটি বন্ধ করে দেয়া হয়েছে। কারণ, সেখানকার ৫ হাজার কর্মচারির মাঝে কমপক্ষে ৬১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে সেখানকার সব কর্মচারিকে দুই সপ্তাহের স্বেচ্ছা অন্তরীণে যেতে বলা হয়েছে। (more…)
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ, টরন্টো
আমাদের প্রাত্যহিক জীবনের বিষয়াবলী তুলে ধরাই সমাজবিজ্ঞানের কাজ, তবে সেটা খবরের কাগজের সংবাদ কিংবা সাধারণ জ্ঞান বা গাল-গল্প নয়। সেখানে লৌকিকতাবর্জিত বা ভাঁড় গোষ্ঠীর নেতৃত্ব যেমন প্রতিভাত, তেমনি গোড়া রাজনীতিকের কাছে পৃথিবীটা দ্বৈত বিরোধীতা ছাড়া ভিন্ন কিছু নয়, যদিও উদারপন্থীদের কাছে ভিন্নতাটি দৃশ্যমান। আবার তাতে পরিবার ‘ক্ষুদে সমাজ’ হিসেবে বিবেচিত হলেও থাকে আপন রাজনীতি, অর্থনীতি, মূল্যবোধ ও সংঘাত প্রশমনের উপায়। সেজন্য সমাজবিজ্ঞান সামাজিক সম্পর্কের তত্ত্বকেই উদ্ভাবণ করে। সে কারণে কানাডায় আইন ভেঙ্গেছেন এমন একজন আইন প্রণেতার পরিণতি এ লেখার প্রতিপাদ্য। (more…)
Muhammad Ali Bukhari, CNMNG News, Toronto
It is the work of sociology to cover the issues of our daily lives; on the other hand, the task of a newspaper is to gather news, general knowledge or gossip. Just as the leadership of an unorthodox or clownish group is unmasked in the process, so the world is nothing but a dialectic for unschooled politicians, although differences are visible to liberals. (more…)
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ, টরন্টো
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে অন্টারিও প্রিমিয়ার ডাগ ফোর্ডের প্রতি ‘সন্মান, সুরক্ষা ও মজুরি’র দাবি সংবলিত সুস্পষ্ট বক্তব্য নিয়ে প্রদেশব্যাপি এসইআইইউ হেলথ্কেয়ার, ইউনিফোর ও কিউপ ইউনিয়নভুক্ত ১৭৫,০০০ স্বাস্থ্যসেবী কর্মীরা এক ভার্চুয়াল আহ্বানে আজ থেকে তাদের আন্দোলন শুরু করেছে। (more…)
Muhammad Ali Bukhari, CNMNG News, Toronto
On the eve of International Women’s Day, 175,000 health workers from SEIU Healthcare, Unifor and CUPE Unions across the Ontario province launched a virtual call today; clearly demand “respect, protect and pay” to Ontario Premier Doug Ford. (more…)
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ, টরন্টো
জাতিসংঘের তথ্যানুসারে, প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপনের সঙ্গে বৈশ্বিকভাবে উন্নত ও অনুন্নত দেশে একটি বিশেষ মাত্রা যুক্ত হয়, যা জাতিসংঘে অনুষ্ঠিত চারটি পর্যায়ক্রমিক নারী সম্মেলন থেকে উদ্ভূত এবং রাজনৈতিক ও অর্থনৈতিক পরিমন্ডলে অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠার একটি উল্লেখযোগ্য প্রয়াস। (more…)
Muhammad Ali Bukhari, CNMNG News, Toronto
According to the UN, to celebrate March 8 as the International Women’s Day has assumed a new global dimension for women in developed and developing countries alike, which has been strengthened by four global United Nations women’s conferences, has helped make the commemoration a rallying point to build support for women’s rights and participation in the political and economic arenas. (more…)
টরন্টো সিটির ২০ লাখ ৯৩ হাজার বাসিন্দার মাঝে কোভিড-১৯ টিকাদান দ্রুত ত্বরান্নয়নের লক্ষে মেয়র জন টোরি আজ জানিয়েছেন যে, একটি সমন্বিত টিকাদান কার্যক্রমের অধীনে ফার্মেসিগুলোর উপর দায়িত্ব ন্যস্ত করা হবে। তার ভাষায়, ‘এটি একটি দলবদ্ধ কর্মপ্রয়াস এবং আমি বিশ্বাস করি যে দলবদ্ধতার কথা আজ আমরা আলোচনা করছি, তা শুধুই সূচনাকারীদের জন্য, যা আপনারা দ্রুতই শহরময় দেখতে পাবেন। (more…)
Muhammad Ali Bukhari, CNMNG News, Toronto
In a bid to accelerate Covid-19 vaccination among Toronto City’s 2.93 million residents, Mayor John Tory said today that pharmacies will be put in charge of an integrated immunization program. In his words, “This is a team effort and I believe the rollout plans we are discussing in detail today shows you just how big the team is for starters and the fact that it will, as you would expect, deploy its efforts right across the entire city.” (more…)
Muhammad Ali Bukhari, CNMNG News, Toronto
The role of ‘PSW’ or personal support workers as frontline workers in Western society is quite important. As they are engaged in the care of critically ill patients in care centers and hospitals, and they are also engaged in other community care homes, privately owned homes and government-funded long-term nursing homes. At the same time, they not only set a unique example of service but also dedicate themselves to the daily well-being of their patients. According to the Personal Support Worker HQ website, the average life expectancy in long-term care centers in Canada is 87.2 years, and many of them suffer from mental disabilities, such as Alzheimer’s or dementia. As a result, their great sacrifice is unforgettable. This example is reflected during the Corona pandemic everywhere in Canada, even in other countries. (more…)
পশ্চিমা সমাজে সন্মুখসারির কর্মজীবি হিসেবে ‘পিএসডব্লিউ’ বা পার্সোনাল সাপোর্ট ওয়ার্কারদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারা একদিকে যেমন পরিচর্যা কেন্দ্র ও হাসপাতালে সঙ্কটপূর্ণ রোগীর সেবায় নিয়োজিত, তেমনি সমাজের অপরাপর পরিচর্যা নিবাস, ব্যক্তিমালিকানাধীন বাড়ী ও সরকারি অর্থপুষ্ট দীর্ঘমেয়াদি বৃদ্ধাশ্রম বা সেবাশ্রমে নিজেদের নিয়োজিত রাখেন। পাশাপাশি তারা শুধু সেবার অনন্য দৃষ্টান্তই স্থাপন করেন না, বরং রোগীদের প্রাত্যহিক সুস্থতার ক্ষেত্রেও তারা আত্মনিবেদিত ও অবিচল। কেননা পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার এইচকিউ ওয়েবসাইটের তথ্যানুসারে কানাডায় দীর্ঘমেয়াদি পরিচর্যা কেন্দ্রের বাসিন্দাদের গড় আয়ুস্কাল ৮৭.২ বছর এবং এদের অনেকেই আবার মানসিক প্রতিবন্ধি, যেমন আলজাইমার বা ডিমেনসিয়ায় আক্রান্ত। ফলে তাদের এই মহান আত্মত্যাগ অবিস্মরণীয়। সেটা এই করোনা মহামারীকালীন কানাডার সর্বত্র, এমনকী অপরাপর দেশেও দৃশ্যমান। (more…)
Muhammad Ali Bukhari, CNNG News, Toronto
[GTranslate]On Monday, 266 out of Canada’s 338 members of parliament voted against this motion. Although most cabinet members were absent from voting. The House of Commons also explicitly blames for the country’s indiscriminate killings of Uighurs and other Turkish-speaking Muslims in China.
The said proposal was made in Parliament by the opposition Conservative Party. It said China’s state action in the Xinjiang region was tantamount to genocide in accordance with UN policy adopted in 1948. In addition to the Conservative members, a significant number of ruling Liberal party MPs voted in favour of the proposal. The final vote count showed that 266 MPs present voted without any opposition, only two MPs have remained officially absent. (more…)
The Canadian parliament blames China for the Uighur genocide
Muhammad Ali Bukhari, CNNG News, Toronto
গত সোমবার কানাডার মোট ৩৩৮ জন জাতীয় সংসদ সদস্যের মাঝে ২৬৬ জন চীনের বিরুদ্ধে এ সংক্রান্ত উত্থাপিত প্রস্তাবের স্বপক্ষে ভোট দিয়েছেন। যদিও অধিকাংশ মন্ত্রীসভার সদস্যরা ভোট প্রদানে অনুপস্থিত ছিলেন। তদুপরি তাতে সুস্পষ্টভাবে হাউজ অব কমন্স চীনে উইগুর ও অপরাপর টার্কিক ভাষাভাষী মুসলিম গণহত্যায় দেশটির নির্বিচার কর্মযজ্ঞকে দোষারোপে সক্ষম হয়েছে। (more…)
সংবাদ বিজ্ঞপ্তি
টরন্টো, পিল এবং উত্তর বে–প্যারি সাউন্ড জনস্বাস্থ্য অঞ্চলসমূহ কোভিড–১৯ মোকবেলায় সুসংহত অবকাঠামোয় ফিরছে
মার্চ ৫, ২০২১
ওই অবকাঠামোয় আরও সাতটি জনস্বাস্থ্য অঞ্চল নতুন স্তরে অগ্রসরমান
টরন্টো – জনস্বাস্থ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শক্রমে অন্টারিও সরকার টরন্টো, পিল এবং নর্থ বে প্যারি সাউন্ড জেলা জনস্বাস্থ্য অঞ্চলগুলোকে অবরুদ্ধতাকে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরাতে কোভিড-১৯ মোকাবেলায় সংশোধিত ও সুসংসহত অবকাঠামোয় রূপান্তর করেছে, যাতে অন্টারিওকে নিরাপদ রাখা যায়, যেখানে ওই “অবকাঠামোয়”, উন্মুক্ততার পাশাপাশি ঘরে আবদ্ধ থাকার নির্দেশ কার্যকর হবে না। উপরন্তু, তাতে আরও সাতটি জনস্বাস্থ্য অঞ্চল নতুন স্তরে ধাবিত। এ সকল সিদ্ধান্ত জনস্বাস্থ্যে নিয়োজিত স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে এবং জনস্বাস্থ্যের সূচক ও স্থানীয় প্রেক্ষাপট এবং শর্তগুলোর সর্বশেষ প্রবণতার দিক বিবেচনায় নেয়া হয়েছে। (more…)
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ, টরন্টো থেকে
১৯৯৯ সালের নভেম্বরে ইউনেস্কোর ৩০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ প্রস্তাবে ১৮৮টি দেশের ঐক্যবদ্ধ সমর্থনে একুশে ফেব্রুয়ারিকে অন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিপন্ন করা হয়। পরবর্তীতে ২০০০ সাল থেকে সেটি পালনের অন্যতম উদ্দেশ্য দাঁড়ায় বিশ্বের ৭ হাজারের কাছাকাছি ভাষার সুরক্ষা সাধন ও প্রসার ঘটানো। (more…)