
টরন্টো, জুলাই ১৪: ব্রিটিশ কলোম্বিয়ার নিকটবর্তী কুপার দ্বীপে অবস্থিত একটি বন্ধ হয়ে যাওয়া আবাসিক স্কুলের কাছে এই গণকবরের সন্ধান পাওয়া গেছে। ওই অঞ্চলের পেনেলাকুত উপজাতি বিষয়টি প্রকাশ করে জানায়, কুপার আইল্যান্ড ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্কুল নামে পরিচিত একটি স্কুলের কাছে এই গণকবর পাওয়া গেছে। →

