
টরন্টো, জুন ১৮: গোল্ডম্যান ইনভায়রোনমেন্টাল ফাউন্ডেশন মালাউয়ি, ভিয়েতনাম, বসনিয়া ও হারজেগোভিনা, জাপান, যুক্তরাষ্ট্র এবং পেরু থেকে বাছাইকৃত তৃণমূল পর্যায়ের ছয়জন পরিবেশকর্মীকে গোল্ডম্যান ইনভায়রোনমেন্টাল প্রাইজ ২০২১ সন্মানে ভূষিত করেছে। এতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে জেন ফন্ডার উপস্থাপনায় সঙ্গীত জগতের লেনি ক্রাভিটজ্্, বাবা মাল, নেডলভু ইয়ুথ কোয়ার ও সিগোরনে উইভার ছাড়াও উগান্ডার পরিবেশবাদী ভেনেসা নেকেট উপস্থিত ছিলেন। →
