ইমরান খানের উচিত তার ষড়যন্ত্রকারীদের পুরোটাই উন্মোচন করা

গত রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকার উৎখাতের কথা বলেছেন। 

আপাতদৃষ্টিতে সেই শঙ্কার প্রেক্ষাপটটি হচ্ছে ইউক্রেনের উপর চাপিয়ে দেয়া যুদ্ধের প্রাক্কালে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন এবং বিপরীতে সমর্থনের ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের লিখিত আহ্বানকে উপেক্ষা করেছেন।

অথচ বিস্ময়করভাবে প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন নির্বাচনের স্বার্থে জাতীয় সংসদ ভেঙ্গে দিয়েছেন, যে কারণে তার দলীয় নেতৃবৃন্দরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

খান ওই নেতৃবৃন্দকে জানিয়েছেন, পাকিস্তানের রাষ্ট্রদূতের মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি হুমকি বার্তা দিয়েছে। এতে তিনি বলেন, জাতীয় সংসদে বিরোধী দলের উত্থাপিত অনাস্থা ভোটে বেঁচে গেলেও পরিণতি অপেক্ষমান বলে রাষ্ট্রদূত আসাদ মজিদকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি মন্ত্রী ডোনাল্ড লু। এছাড়াও ‘গত কয়েকদিনে’ তার দলের বিরোধীতাকারীদের [যুক্তরাষ্ট্র] দূতাবাসে ছুটোছুটি করতে দেখা গেছে।

কিন্তু ওই নিছক আভাস তার দেশের জনগণ কিংবা বিশ্বের জন্য যথেষ্ট নয়, কেননা ইতোমধ্যে তাকে হত্যার পরিকল্পনা প্রতিরোধে জাতীয় নিরাপত্তা পর্যদ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

In the pic, Prime Minister Imran Khan (from his Twitter profile)