কানাডায় জরুরি ধারা ঘোষণা করেছেন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশবাসীর সুরক্ষা, জনগণের কর্মসংস্থান ও প্রতিষ্ঠানসমূহের প্রতি আস্থা বজায় রাখতে তার দেশের প্রাদেশিক ও আঞ্চলিক সরকারকে রাজপথে ‘ফ্রিডম কনভয়’ নামক প্রতিবন্ধকতা ও অবরোধ প্রতিহতে জরুরি ধারা ঘোষণা করেছেন। … 

এতে তিন সপ্তাহ ধরে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে বলে ধারণা। ওই পরিপ্রেক্ষিতে অবৈধ ও ভয়ঙ্কর কর্মকান্ড সম্পৃক্ত জনসমাবেশ, যেমন- রাজধানী অটোয়ার রাজপথ, যুক্তরাষ্ট্র ও কানাডার সংযোগরক্ষাকারী অ্যাম্বাস্যাডর ব্রিজ ও অন্যত্র স্থানে প্রতিবন্ধকতা ও অবরোধ নিয়ন্ত্রণে পুলিশকে স্থান-কাল ভেদে সর্বোপরি ক্ষমতা দেয়া হয়েছে।

তথাপি এই জরুরি ধারা ঘোষণাকালে ট্রুডো পুনঃআশ্বস্থ করে বলেছেন, ‘এই পদক্ষেপ সংবিধান সংশ্লিষ্ট ‘চার্টার অব রাইটস’-কে সমুন্নত রাখবে। কেননা এই জরুরি ধারা আশির দশকে প্রবর্তিত ‘চার্টার’-কে মেনে চলেছে। আর আমরা অবশ্যই সবসময় কানাডার জনগণের শান্তিপূর্ণ সমাবেশ এবং বলার অধিকারকে সুরক্ষা করবো।’