পিএসডব্লিউ ফ্রি ট্রেনিং অন্টারিও সরকারের ‘ঐতিহাসিক উদ্যোগ’ বটে মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ, টরন্টো

পশ্চিমা সমাজে সন্মুখসারির কর্মজীবি হিসেবে ‘পিএসডব্লিউ’ বা পার্সোনাল সাপোর্ট ওয়ার্কারদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারা একদিকে যেমন পরিচর্যা কেন্দ্র ও হাসপাতালে সঙ্কটপূর্ণ রোগীর সেবায় নিয়োজিত, তেমনি সমাজের অপরাপর পরিচর্যা নিবাস, ব্যক্তিমালিকানাধীন বাড়ী ও সরকারি অর্থপুষ্ট দীর্ঘমেয়াদি বৃদ্ধাশ্রম বা সেবাশ্রমে নিজেদের নিয়োজিত রাখেন। পাশাপাশি তারা শুধু সেবার অনন্য দৃষ্টান্তই স্থাপন করেন না, বরং রোগীদের প্রাত্যহিক সুস্থতার ক্ষেত্রেও তারা আত্মনিবেদিত ও অবিচল। কেননা পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার এইচকিউ ওয়েবসাইটের তথ্যানুসারে কানাডায় দীর্ঘমেয়াদি পরিচর্যা কেন্দ্রের বাসিন্দাদের গড় আয়ুস্কাল ৮৭.২ বছর এবং এদের অনেকেই আবার মানসিক প্রতিবন্ধি, যেমন আলজাইমার বা ডিমেনসিয়ায় আক্রান্ত। ফলে তাদের এই মহান আত্মত্যাগ অবিস্মরণীয়। সেটা এই করোনা মহামারীকালীন কানাডার সর্বত্র, এমনকী অপরাপর দেশেও দৃশ্যমান। (more…)