
বাংলাদেশে আগের সহজ হিসেবটি বদলে যাচ্ছে। এতে ভারতে শনাক্ত ডেল্টা ভ্যারিয়েন্ট এখন গ্রামগুলোতে ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরাই বলেছেন, যে গতিতে সংক্রমণ হচ্ছে তা এক পর্যায়ে নিয়ন্ত্রণহীন হতে পারে। সীমান্তের আশপাশের ৩২ জেলার পরিস্থিতি প্রায় এক। স্বাস্থ্য দপ্তর মনে করেছিল, বাংলাদেশে করোনা শহর কেন্দ্রীক এবং গ্রামগুলোতে এতোটা ছড়াবে না। এখন তারাই বলছেন, পরিস্থিতি ভয়াবহ। →

টরন্টো, জুন ১০: গত রাতে রিজেন্ট পার্কে তিন শতাধিক মানুষ মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কানাডার সাবেক আবাসিক স্কুলে দুই শতাধিক আদিবাসী শিশুর প্রাপ্ত দেহাবশেষ ও লন্ডনে রোববার পুলিশের ভাষায় ঘৃণ্য অভিপ্রায়ে ট্রাক চাপায় নিহত মুসলিম পরিবারকে স্মরণ করেছে। সেজন্য বক্তারা সেখানে ইসলামোফোবিয়াসহ মুসলিম বিরোধী ঘৃণা এবং মানুষে মানুষে বিদ্যমান ভেদাভেদকে প্রত্যাখ্যান করেছেন।

