ইউএনডিইএসএ’র রিপোর্টে বাংলাদেশের ‘টেকসইপূর্ণ অর্থায়ন’ মূল্যায়িত

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘ইউএনডিইএসএ’ কর্তৃক ৫ নভেম্বর প্রকাশিত ২০২০-২১ সালের ১৩২ পৃষ্টার রিপোর্টে বাংলাদেশ ‘টেকসইপূর্ণ অর্থায়ন নিশ্চিত করতে পেরেছে’ বলে উল্লেখ রয়েছে।  

ওই প্রতিবেদনের ৩৭ পৃষ্টায় বলা হয়েছে, ‘দূরদর্শী দৃষ্টিতে অবকাঠামোগত সম্পদ ব্যবস্থাপনায় টেকসইপূর্ণ পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ, নেপাল, তাঞ্জানিয়া ও উগান্ডা উত্তরোত্তর জ্ঞান ও কর্মদক্ষতা প্রদর্শন করেছে।’ একই সঙ্গে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুয়েতেরেসের একটি শুভেচ্ছা বিনিময়ের ছবিও প্রকাশ করে।

বাস্তবে জাতিসংঘে গৃহীত ৭০/১ সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ২০২০ সালে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরাম (এইচএলপিএফ)-এ স্বেচ্ছাভিত্তিক জাতীয় পর্যালোচনায় (ভিএনআর) অংশগ্রহণের জন্য ২০১৯ সালের ১৭ এপ্রিল ইচ্ছা প্রকাশ করে এবং সেই প্রেক্ষাপটে অনুন্নত দেশ (এলডিসি)’র বলয় থেকে তার উত্তরণ ঘটে।

ওই আলোকে সামগ্রিক জীবদ্দশায় অবকাঠামোগত বিনিয়োগের ঘাটতি লাঘবের ক্ষেত্রে অর্থনৈতিক ব্যয়সাধন, জনশক্তির দক্ষতা ও সম্পদের প্রয়োজনীয়তা মেটানোর কর্মপ্রক্রিয়াটি হচ্ছে একটি জটিল দিক।

সম্পূর্ণ রিপোর্ট পড়তে, এখানে ক্লিক করুন: UNDESA_Report_2020-2021