নতুন বছরে ইসরাইলে ফ্লোরোনা শনাক্ত

করোনা প্রতিরোধের মাঝেই দ্বিমাত্রিক করোনা ও ইনফ্লুয়েঞ্জা সংমিশ্রিত সংক্রমণ জীবাণু ইসরাইলের রাবিন মেডিকেল সেন্টারে এক গর্ভবতী নারীর দেহে পাওয়া গেছে। 

ইতিমধ্যে য়ুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরাইলের পাশাপাশি বিশ্বময় ছড়িয়ে পড়েছে করোনার নতুন জীবাণূ ওমিক্রণ। ফলে ওই আক্রান্ত দেশগুলোতে আরোপিত হয়েছে কঠোর বিধি-নিষেধ।

তাতে শুক্রবার থেকে ইসরাইলে দুর্বল রোগপ্রতিরোধী মানুষের দেহে করোনার চতুর্থ টিকাকরণ শুরু হয়েছে। টাইম অব ইসরাইল জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নাখম্যান এ্যাষ ওমিক্রণ ভ্যারিয়েন্টের
রক্ষাকবজ হিসেবে ওই বুষ্টার ডোজের অনুমতি দিয়েছেন।

এছাড়া সংক্রমণের বিস্তৃতি হার রোধে বৃহস্পতিবার নববর্ষ উদযাপনের ক্ষেত্রে ইসরাইলে অধিকতর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। যার মাঝে উন্মুক্ত অঙ্গণে শতাধিক মানুষের জনসমাবেশপূর্ণ অনুষ্ঠানের জন্য ‘গ্রীন পাস’ অন্যতম।