অটোয়ার ২,০০০ পরিদর্শক চাই, থাকছে বাড়ী মালিকদের জন্য ৫ হাজার ডলারের অনুদান

টরন্টো, মে ১৮: নিউ গ্রীন হোম রেনোভেশন কার্যক্রমের অধীনে জ্বালানি তদারকির ক্ষেত্রে কানাডার কেন্দ্রীয় সরকার অতিরিক্ত ২,০০০ পরিদর্শককে প্রশিক্ষণ দিতে আগ্রহী এবং সেজন্য বাড়ী মালিকদের প্রয়োজনীয় সংস্কার সাধনে ৫ হাজার ডলারের অনুদান দেয়ারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে ।

এরই আলোকে প্রাকৃতিক সম্পদ মন্ত্রী সীমাস ও’রিগ্যান বলেছেন, সরকার ২,০০০ জ্বালানি পরিদর্শক নিয়োগের ক্ষেত্রে কর্মী বাছাই, প্রশিক্ষণ ও পরামর্শদাতার জন্য সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যাতে মানুষ প্রয়োজনীয় পরামর্শ পেয়ে জ্বালানি খরচ হ্রাস করে। সেজন্য গতকাল সোমবার উত্থাপিত এক প্রস্তাবনায় এই নতুন জনশক্তি সংযোজন ও দায়িত্ব অর্পণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এরপর তারাই ‘কানাডা গ্রীনার হোমস গ্র্যান্টস’-এর জন্য প্রয়োজনীয় তদারকি ও পরামর্শ প্রদান শুরু করবে।

এতে মন্ত্রী ও’রিগ্যান বলেন, ‘আমরা আরও অনেককে প্রশিক্ষণ দিতে চাই, কেননা সহসাই বাড়ী সবুজায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যার অধীনে সহ¯্রাধিক বাড়ীঘর অর্ন্তভুক্ত হবে, বিশেষ করে যেখানে তাপায়ন ও জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে তেল ব্যবহার করা হয়। আর তাই এই সবুজায়ন কার্যক্রমের অধীনে দেশময় ২,০০০ পরিদর্শক নিয়োগ হচ্ছে একটি ফলোৎপাদক বিনিয়োগ।’

কারণ, বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি ভবন মিলে কানাডায় প্রতি বছর কার্বননিঃসরণ মাত্রা প্রায় এক-পঞ্চমাংশে গিয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে তেল ব্যবহার করে তাপায়ন ও জ্বালানির প্রয়োজনটি তাতে মেটানো হয়। সেজন্য এনার্জি রেট্রোফেট করা বা জ্বালানি মোচনের জন্য ভালো জানালা ব্যবহার, ইনসুলেশন উন্নয়ন, ভালো ফার্নেশ বসানো বা সোলার প্যানেল ব্যবহার করা জরুরি।

আর তাই গত বছর সেপ্টেম্বরে কার্যক্রমটি উন্মোচিত হলেও এতোদিন তা চালু করা হয়নি, তাতে বাড়ী মালিকরা সর্বোচ্চ ৫,০০০ ডলার পর্যন্ত অনুদান পাবেন, যাতে কার্বন নিঃসরণ মাত্রা হ্রাস পায়, কিন্তু সেটির প্রাক্ ও পরবর্তী মূল্যায়ণ কার্যক্রম তত্ত্বাবধানে চাই প্রশিক্ষিত পরিদর্শক।

অবশ্য সেটি ২০১৯ সালের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রতিশ্রুত বাড়ী রেট্রোফেটের ক্ষেত্রে ৪০ হাজার ডলারের সুদবিহীন ঋণেরই যৎসামান্য। অবশ্য সাম্প্রতিক পেশকৃত বাজেটে কানাডা মর্টগেজ ও হাউজিং কর্পোরেশনের অধীনে ওই ৪০ হাজার ডলারের ঋণ পরিচালনার ক্ষেত্রে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতির কথা বলা হয়েছে।