ইমরান খানের বিরুদ্ধে সরকারি আবেদন নাকচ করেছে সুপ্রিম কোর্ট

পাকিস্তানের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আহুত রাজধানীর ‘আজাদী মার্চ’ ‘বিধিলংঘন’ করেছে সরকারের দাখিলকৃত এমন আবেদন অ্যাপেক্স কোর্টের রায়ে নাকচ করেছে। 

প্রধান বিচারপতি ওমর আতা বান্দেয়ালের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ ওই আবেদনটি অ্যাটর্নি জেনারেল আশতার উসাফের কাছে শুনেছে। তবে বেঞ্চটি বলেছে তাদের বুধবারের দেয়া রায়টি যথাযথ বলবৎ থাকবে এবং কেন তা থাকবে তার বিস্তারিত পরবর্তী রায়ে জানাবে।

এতে আগের দিন সুপ্রিম কোর্ট এক রায়ে বলে যে, সরকার ও পিটিআইয়ের মধ্যকার গঠিত সমঝোতা কমিটি বুধবার রাত ১০টায় রাজধানী ইসলামাবাদ অভিমুখে আহুত লং মার্চ যাতে শান্তিপূর্ণ ও নিরাপদে ঘটে তার পন্থা নিরূপনে সভা করবে, যা বিফলে গেছে। অথচ ইমরান খান নির্বিঘেœ ‘নবম অ্যাভিনিউ’র
বিশাল জনসমাবেশে গিয়ে সরকারের পদত্যাগ, পার্লামেন্ট বাতিল ও জুনে নির্বাচনের তারিখ ঘোষণায় ছয়দিন পর ‘পুরো জাতিকে’ নিয়ে ফিরে আসার দাবিতে আল্টিমেটাম দিয়েছেন। অনুরূপ জনসমাবেশ করাচী

ও লাহোরের মতো প্রধান দুটি নগরীতে ঘটেছে।

Pics from Imran Khan’s Twitter profile