বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

টরন্টো, এপ্রিল ২৮: রাজধানী ঢাকাসহ বাংলাদশের বিভিন্ন স্থানে স্থানীয় সময় আজ বুধবার সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৯৭ কিলোমিটার দূরে ভারতের আসামে। কয়েক দিন ধরেই সারা দেশে তীব্র দাবদাহ চলছে। এর মধ্যে এই ভূমিকম্পটি ঘটেছে।

সকালে রাজধানী ঢাকার কেন্দ্রভাগে আনেকেরই ভাষ্য, ভূমিকম্পের সময় তাঁরা প্রচন্ড কম্পন অনুভব করেছেন। অফিসের আসবাবপত্র এমনকী টিভি সেটসহ যাবতীয় সবকিছু এ সময় দুলে উঠেছে।

এদিকে ভারতের এনডিটিভির খবরে জানা যায়, ভারতের আসামে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে প্রতিবেশী বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে ভূমিকম্প স্থলের দূরত্ব প্রায় ৩৬৮ কিলোমিটার। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের আসামের ঢেকীয়াজুলি শহরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। তবে সিলেটে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।

এদিকে বাংলাদেশের অপর শেরপুর অঞ্চলে ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকে ঘর থেকে বেরিয়ে আসেন। সেখানেও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি।

এছাড়া বাংলাদেশের উত্তর-পশ্চিম পঞ্চগড় অঞ্চলে ভূমিকম্পে হঠাৎ ঘর-বাড়ি কেঁপে ওঠেছে। এ সময় অনেকেই ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মিডিয়াকে বলেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে হলেও পঞ্চগড়ে সেটির তীব্রতা ছিল কম। সেখানেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।