শেষটায় ভারত ও চীনের কারণে জলবায়ু সম্মেলন ‘কপ২৬’ জলাঞ্জলিত

২৪ ঘন্টারও বেশি সময় পেরিয়ে যাবার পর শনিবার গ্লাসগোর আলোচিত জলবায়ু ‘কপ২৬’ সম্মেলনে সমঝোতা ঘটেছে, যেখানে রোষে অনুপস্থিত চীনের সভাপতি এবং কয়লা প্রচলনে ভারতের সংশোধিত ভাষা ব্যবহারের কারণে স্বাগতিক ব্রিটেনের সভাপতি অলোক শর্মা ওই পরিণতিতে ‘বিফল অশ্রুবিয়োগ’ করেছেন। 

এতে বিলোপহীন কয়লা ব্যবহারের ক্ষেত্রে বা কয়লা পোড়ানোবিহীন জলবায়ু উপশমগত প্রযুক্তি উদ্ভাবণ অর্থাৎ ‘পরিহারপূর্ণ ধাপ’-এর পরিবর্তে ‘নিমজ্জিত ধাপ’-কে মেনে নিয়েছে, স্বভাবতই তাতে ইউরোপ ও শঙ্কার মুখোমুখি দেশগুলো ক্ষুব্ধ হয়েছে।

বাস্তবে ওই সমঝোতার আগে যোগদানকারী প্রায় ২০০ দেশ বৈশ্বিক তাপমাত্রা প্রাক্-শিল্পায়ন পর্যায়ের ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে ‘উপনীত হওয়া’ বা লক্ষ্যমাত্রা নির্ধারণে সম্মত ছিল। কিন্তু এখন ওই সমঝোতাটি ২০৩০ সাল নাগাদ নিজস্ব জাতীয় পদক্ষেপ গ্রহণে গৃহীত ‘২০২২ সাল নাগাদ প্যারিস চুক্তিমাফিক তাপমাত্রা প্রশমনে জাতীয় পর্যায়ের নানাবিধ প্রেক্ষাপটকে কাজে লাগানো’র আহ্বান জানিয়েছে।

ফলশ্রুতিতে অনেক দেশই তাদের ক্ষোভ প্রকাশ করেছে, এমনকী কিছু দেশ সেটিকে ‘দুর্বল’ বলতেও কুন্ঠা বোধ করেনি এবং অন্যরা বৈশ্বিক তাপমাত্রা রোধে অগ্রগতির প্রতিফলন হিসেবে দেখেছে।