কানাডিয়ানদের প্রতি ‘দৃঢ় মনোবল’ থাকার আহবান জানিয়েছেন জাস্টিন ট্রুডো মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ

টরন্টো, এপ্রিল ১: গত দুই দিনে স্থানীয় রেডিও ও টেলিভিশনের ঘোষণায় বোঝা যাচ্ছে, হঠাৎ করেই করোনা টিকার তোড়জোর শুরু হয়েছে। কারণ ফেডারেল সরকার আগের চেয়ে নড়েচড়ে বসেছে এবং প্রত্যাশিত সময়ের চেয়ে দ্রুততম সময়েই কানাডার জনগণ তাদের টিকা পেতে যাচ্ছেন। এতে রাজধানী অটোয়া থেকে বলা হয়েছে, তিনটি অনুমোদিত ভ্যাকসিন নির্মাতারা কয়েক লাখ অতিরিক্ত ডোজ সরবরাহ করতে যাচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ফেডারেল সরকারের সঙ্গে চুক্তি মোতাবেক গ্রীষ্মের শেষ থেকে জুনের মধ্যে ফাইজার-বায়োএনটেক ৫০ লাখ ডোজ টিকা কানাডাকে সরবরাহ করবে। তার অর্থ দাঁড়াচ্ছে, ওই ঔষধ নির্মাতা এপ্রিল-জুনে ১ কোটি ৭৮ লাখ ডোজ টিকা সরবরাহ করবে, তাতে এপ্রিল-মে মাসে প্রতি সপ্তাহে ১০ লাখ ডোজ এবং জুনে প্রতি সপ্তাহে অতিরিক্ত ২০ লাখ টিকার জোগান দেবে। Continue reading