কানাডায় আবারও সংখ্যালঘু সরকার, কোনো বাংলাদেশি জিতেননি

জরিপের পূর্বাভাস অনুযায়ী ‘মহামারিকালীন নির্বাচন’ ডেকে কানাডায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকার সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে ১৭০ আসন অর্জনে ব্যর্থ হয়েছে, তাতে বিশ্লেষকদের ধারণা ১৮ মাসের মাঝে আরেকটি নির্বাচন হতে পারে, যদি পুনরায় এনডিপি’র সঙ্গে জোটবদ্ধতা বিফল যায়। 

এতে ২০ সেপ্টেম্বর নির্বাচন রাতের ফলাফলে কানাডার ৩৩৮ আসনের পার্লামেন্টে লিবারেল পেয়েছে ১৫৮ আসন, কনজারভেটিভ ১১৯, ব্লক ক্যুইবেকুয়া ৩৪, এনডিপি ২৫ এবং গ্রীন ২।

ফলে বিজয় ভাষনে ট্রুডো বলেন, ‘[কানাডার জনগণ] এক স্বচ্ছ রায়ে আমাদের কাজে ফেরত পাঠিয়েছে’, যদিও পূর্বাহ্নে তার দুই প্রতিপক্ষ যথাক্রমে এরিন ও’তুল ও জগমিত সিং বলেছেন, ‘আমরা অক্লান্ত পরিশ্রমে অগ্রগতি সাধন করলেও কর্মের সমাপ্তি ঘটেনি’ ও ‘বন্ধুরা, আমি জানাতে চাই আমাদের সংগ্রাম চলবে’।

পাশাপাশি প্রথমবারের মতো সর্বাধিক যে ৮ জন বাংলাদেশি বিভিন্ন দল থেকে মনোনয়ন পান, তাদের কেউ নির্বাচিত হননি। এদের অধিকাংশই দূরবর্তী তৃতীয় স্থান অর্জন করেছেন, ব্যতিক্রম হিসেবে দুই নারী প্রার্থী আফরোজা হোসেন ও গুলশান আক্তারই সর্বাধিক ভোট পেয়েছেন।