Month: May 2021

উডব্রিজে কর্মসংস্থান প্রশিক্ষণে বিনিয়োগ করতে যাচ্ছে কানাডা সরকার

টরন্টো, মে ২১: আজ জাতীয় রাজস্ব মন্ত্রীর সংসদীয় সচিব ফ্রানসেস্কো সরবরা ইউনিয়ন ট্রেড অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (ইউটিআইপি)-এর অধীনে কলেজ অব কার্পেন্টার্স অ্যান্ড অ্যালাইড ট্রেডসের জন্য প্রায় ৮৯০ হাজার ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। আর ওই ঘোষণাকালে তিনি বলেন, ‘প্রশিক্ষিত পেশার মানুষ কানাডার জন্য দক্ষ জনশক্তি এবং স্থানীয় অর্থনীতির সামর্থ্য ও বৈচিত্র্যের বিবেচনায় পরিপূর্ণ সামার্থ্য সঞ্চার করবে। এই বিনিয়োগ ভন-উডব্রিজ এলাকার মানুষের জন্য এক ঝাঁক প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলবে, এমনকী তা হবে বৃহত্তর টরন্টোর অর্থনীতির পুনরুজ্জীবনে নানাবিধ অপরিহার্য কর্মসংস্থানের প্রয়াস। ’